বাজেট পেশের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেটকে ‘অমৃত কাল’ বাজেট বলে জানিয়েছেন। তাঁর পেশ করা বাজেটকে ‘মিত্র কাল’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি মোদী সরকারের প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানের কোনও দিশা নেই। দিশা নেই কোন পথে মূল্যবৃদ্ধি রোধ করা যাবে।
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করছেন, তাতে ব্যক্তিগত আয়কর ছাড়ের সীমা বেড়েছে, এছাড়া মূলধন ব্যয়ের বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু কংগ্রেস নেতার অভিযোগ এই বাজেট দেশের মূল সমস্যাগুলির ক্ষেত্রে কার্যত দিশাহীন। তিনি এক টুইটে লিখেছে,’ মিত্র কাল বাজেটে: কর্মসংস্থানের দিশা নেই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরিকল্পনা নেই। বৈষম্য দূর করার কোনও অভিপ্রায় নেই। ১শতাংশ মানুষ হাতে ৪০ শতাংশ সম্পদ, ৫০ শতাংশ দরিদ্র ৬৪ শতাংশ জিএসটি দেয়, ৪২ শতাংশ যুবক বেকার।’ তিনি আরও লিখেছেন, ‘এই বাজেট প্রমাণ করে দেয় ভারতের ভবিষ্যৎ গড়ার জন্য সরকারের কোনও রোডম্যাপ নেই।’
২০২১ সালের স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে ‘অমৃত কাল’ শব্দটি ব্যবহার করেন। ২০২৩-২৪ অর্থবর্ষে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী ফের ‘অমৃত কাল’ শব্দটির উল্লেখ করে বাজেট পেশ করেন। স্বাধীনতার ৭৫ পরবর্তী ২৫ বছর সময়কে ‘অমৃত কাল’ হিসাবে ধরা হচ্ছে। কারণ তার পরই ভারতে স্বাধীনতা ১০০ বছরে পা দেবে। এই সময়কালকে দৃষ্টিভঙ্গির মধ্যে রেখেই ২০২৩-২৪-এর বাজেট তৈরি বাজেট তৈরি করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
খবর অনলাইনে আরও পডুন: বাজেটে যেন ‘কল্পতরু’ কেন্দ্র, কী বলছেন শিল্পপতিরা