Homeখবরদেশকেন্দ্রীয় বাজেট ২০২৪: করদাতাদের কী ধরনের স্বস্তি দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

কেন্দ্রীয় বাজেট ২০২৪: করদাতাদের কী ধরনের স্বস্তি দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

প্রকাশিত

চলতি জুলাই মাসের ২২ তারিখে শুরু কেন্দ্রের বাজেট অধিবেশন। ২৩ জুলাই ২০২৪ – ২৫ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ বছরের শুরু থেকেই করদাতারা আয়করের ব্যাপারে কিছুটা স্বস্তি ও ছাড়ের আশা করছেন।

অন্তর্বর্তী বাজেটে আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ ও পরোক্ষ, উভয় করের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করায় অন্তর্বর্তী বাজেটে হতাশ হয়েছিলেন করদাতারা। লোকসভা ভোটের আগে ওই অন্তর্বর্তী বাজেটে মূলধন লাভ কাঠামোর উপর স্থিতাবস্থা বজায় রেখেছিলেন অর্থমন্ত্রী। কোনো পরিবর্তন প্রবর্তন না করার সিদ্ধান্ত নেন তিনি। তার পরে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন বাজেট ২০২৪ – এ আয়কর ছাড় বা ট্যাক্স স্ল্যাবগুলির সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ছিল না।

বিশেষজ্ঞদের মতে, ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি সত্ত্বেও, বিশাল মধ্যবিত্ত গোষ্ঠীর মধ্যে মাথাপিছু আয়ের বৃদ্ধি, যা প্রধানত বেতনভোগী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত, ধীর গতিতে হয়েছে। এই বৈষম্য ব্যক্তিগত খরচে মন্থরতা সৃষ্টি করেছে, যা অর্থনৈতিক বৃদ্ধির জন্য অপরিহার্য। তারই নিরিখে বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে বেতনভোগী করদাতাদের কর ছাড়ের সুবিধা দিয়ে ব্যয় বৃদ্ধিকে উদ্দীপিত করা যেতে পারে। এর ফলে শেষ পর্যন্ত খরচ বাড়ানো যেতে পারে। অর্থ মন্ত্রকের সূত্রগুলি ইঙ্গিত দিয়েছে যে সরকার বাজেট উপস্থাপনের ঠিক আগে প্রত্যাশিত একটি চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে কর ছাড় ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করছে। ভারতে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সরকারকে এই কর ছাড়ের ব্যবস্থাগুলি নিয়ে বিবেচনা করার দিকে ঠেলে দিচ্ছে।

ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আসন্ন বাজেটে কর ছাড় দিয়ে মধ্যবিত্তকে বড় ধরনের স্বস্তি দিতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন সরকার আসন্ন বাজেটে খরচ বাড়ানোর জন্য ৫০ হাজার কোটি টাকার (৬ বিলিয়ন ডলার) মূল্যের ব্যবস্থা বিবেচনা করছে। সম্ভাব্য এই সব ব্যবস্থার মধ্যে কম উপার্জনকারীদের জন্য করের হার কমানোও অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রকের কর্মকর্তারা সেইসব করদাতাদের জন্য কর কমানোর কথা বিবেচনা করছেন, যাঁদের খরচের পরিমাণ বেশি। অর্থাৎ যাঁদের বার্ষিক আয় ৫ থেকে ১০ লাখ টাকার মধ্যে তাঁদের ট্যাক্স সুবিধা দেওয়া যেতে পারে এ বারের বাজেটে। বর্তমানে, এই আয় বন্ধনীতে ৬ থেকে ২০ শতাংশ হারে আয়কর ধার্য করা হয়। বাজেটে এই সব হার কিছুটা কমানো যেতে পারে।শুধু তাই নয়, ব্লুমবার্গের রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জুলাইয়ে পেশ করা পূর্ণাঙ্গ বাজেটে একটি নতুন ট্যাক্স স্ল্যাবও ঘোষণা করতে পারেন। নতুন ট্যাক্স স্ল্যাব মধ্যবিত্তের দিকেও নজর দিতে চলেছে। সামগ্রিকভাবে বলা যায়, অনুমান ও দাবি সঠিক প্রমাণিত হলে আসন্ন বাজেট মধ্যবিত্তের জন্য ঐতিহাসিক পরিবর্তন হিসেবে প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট পেশ ২৩ জুলাই, কোন বিষয়গুলিতে জোর দিতে চলেছে মোদী সরকার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...