Homeখবরদেশবাজেটে কতটা স্বস্তি মধ্যবিত্তের? সস্তা-দামি হতে চলেছে যেসব পণ্য

বাজেটে কতটা স্বস্তি মধ্যবিত্তের? সস্তা-দামি হতে চলেছে যেসব পণ্য

প্রকাশিত

চাকরিজীবীদের জন্য ‘কল্পতরু’ হয়ে উঠলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন তিনি। সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষক এবং চাকরিজীবীদের জন্য বড়সড় ঘোষণার পাশাপাশি একাধিক পণ্যে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দৈনন্দিন ব্যবহারের বহু জিনিসের দাম কমবে, যা মধ্যবিত্ত ক্রেতাদের জন্য স্বস্তির খবর।

ওষুধের শুল্ক ছাড় নিয়ে বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। ক্যান্সার-সহ একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমবে। ৩৬টি গুরুত্বপূর্ণ ওষুধে সম্পূর্ণ শুল্ক ছাড়, আর ৬টি ওষুধে ৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। ফলে চিকিৎসার খরচ কমবে সাধারণ মানুষের।

ইলেকট্রনিক সামগ্রীতেও মিলবে স্বস্তি। এলইডি এবং এলসিডি টিভির দাম কমবে, কারণ টিভির ওপেন সেলে শুল্ক কমানো হয়েছে। মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমানোয় ফোনের দামও কমবে। বৈদ্যুতিন ব্যাটারির শুল্ক কমানোয় সস্তা হবে ইলেকট্রিক গাড়ি। ব্যাটারির উপাদানে শুল্ক ছাড়ের ফলে সস্তা হবে লিথিয়াম-আয়ন ব্যাটারি, লেড, জিঙ্কের মতো ধাতব পদার্থ।

নিত্যপ্রয়োজনীয় জিনিসেও মিলবে ছাড়। চর্মজাত দ্রব্যের শুল্ক প্রত্যাহার করায় সস্তা হবে জুতো, ব্যাগ ও বেল্টের মতো জিনিস। দেশীয় উৎপাদিত পোশাকের দামও কমবে। শিপবিল্ডিং শিল্পের কাঁচামালে শুল্ক ছাড় দেওয়ায় জাহাজ তৈরির খরচ কমবে। সামুদ্রিক মাছ-সহ একাধিক সিফুডের দাম কমার সম্ভাবনা রয়েছে।

তবে, কিছু পণ্যের দাম বাড়তে পারে। টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, চাকরিজীবীদের হাতে নগদের পরিমাণ বাড়ায় সাময়িকভাবে বাজারে চাহিদা বৃদ্ধি হতে পারে। এর ফলে কিছুদিনের জন্য মূল্যবৃদ্ধি দেখা দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...