Homeখবরদেশউত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে কেন বিলম্ব, যা বললেন বিশেষজ্ঞরা

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে কেন বিলম্ব, যা বললেন বিশেষজ্ঞরা

প্রকাশিত

উত্তরকাশীর সিলকিয়ারা গ্রামে নির্মীয়মান সুড়ঙ্গে ৪১ জন শ্রমিক আটকা পড়ার ঘটনার পর ১২ দিন কেটে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত শ্রমিকদের এখনও নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। যে কারণে প্রশাসনের প্রতি শ্রমিক পরিবারের ক্ষোভ বাড়ছে। তবে খুব শীঘ্রই টানেল থেকে শ্রমিকদের বের করে আনার আশা বেড়েছে।

উদ্ধার অভিযানে এই বিলম্বের কারণ জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হসনৈন। তিনি বলেছেন, হিমালয় অঞ্চলে কোনো রকমের ভূতাত্ত্বিক ভবিষ্যদ্বাণী করা সহজ নয়। ইন্ডিয়া টুডে-র এক রিপোর্টে বলা হয়েছে, তিনি আশা প্রকাশ করেছেন যে উদ্ধার অভিযান এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখান থেকে পাইপের মাধ্যমে শ্রমিকদের সহজে সরিয়ে নেওয়া যেতে পারে।

উদ্ধার অভিযানে বিলম্বের বিষয়ে জেনারেল হাসনৈন বলেন, “যে কাজটি করা হচ্ছে তা খুবই প্রযুক্তিগত, কিন্তু আপনি হিমালয় অঞ্চলের ভূতত্ত্ব সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করতে পারবেন না। ১৬ এবং ১৭ নভেম্বর আমরা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হয়েছিলাম। ত্রাণ ও উদ্ধার অভিযানে অন্তত পাঁচ দিন বিলম্ব হয়েছে। তবে, এ কথা আমি অবশ্যই বলব যে আমরা অনেক ভালো অবস্থায় আছি।”

ধসে পড়া সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার অভিযানের আজ দ্বাদশতম দিন। একই সঙ্গে চূড়ান্ত দিনও বলা যেতে পারে। গত ১২ নভেম্বর থেকে ওই সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকদের বার করার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। ধ্বংসস্তূপ খুঁড়ে চওড়া পাইপ ঢুকিয়ে তার মাধ্যমে শ্রমিকদের বাইরে আনা হবে বলে পরিকল্পনা ছিল। কিন্তু গত শুক্রবার সেই খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গের ভিতরে আবার ধস নামে। সোমবার ফের নতুন করে কাজ শুরু হয়।

বিশেষজ্ঞদের কথায়, পাথুরে মাটিতে ভেঙে পড়া সুড়ঙ্গের ইস্পাতের বর্জ্য সরিয়ে সুড়ঙ্গ খুঁড়তে হচ্ছে। ইস্পাতের চওড়া পাইপ বসিয়ে আটক শ্রমিকদের নাগাল পাওয়া তাই মুখের কথা নয়। কারণ, ভেঙে সুড়ঙ্গের ইস্পাতের খণ্ডও পাইপের মুখে এসে পড়ায় বার বার খোঁড়ার কাজ ব্যাহত হচ্ছে। কাজের গতিটাই শ্লথ হচ্ছে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, জেলাশাসক অভিষেক রুহেলা জানিয়েছেন, “সমস্ত মেশিন কাজ করছে… আমরা সুড়ঙ্গের বেশিরভাগ দূরত্ব অতিক্রম করেছি, কিছু কাজ বাকি আছে। এখনই বলা সম্ভব নয় কতটা সময় লাগবে। কাজটি সম্পূর্ণ করতে দিন।। অনেক সময় নতুন নতুন সমস্যা দেখা দেয়। কাজ চলছে দ্রুত গতিতে। সকলের সঙ্গে সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজটি করা হচ্ছে। ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়েই কাজের উপর প্রতিনিয়ত নজরদারি করছে। ভারত সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে।”

আরও পড়ুন: উত্তরকাশী টানেল বিপর্যয়: সিলকিয়ারায় প্রস্তুত ৪১টা অ্যাম্বুল্যান্স, তৈরি হয়েছে ৪১ শয্যার হাসপাতাল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

আরও পড়ুন

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।