Homeখবরদেশউত্তরকাশী টানেল বিপর্যয়: সিলকিয়ারায় প্রস্তুত ৪১টা অ্যাম্বুল্যান্স, তৈরি হয়েছে ৪১ শয্যার হাসপাতাল...

উত্তরকাশী টানেল বিপর্যয়: সিলকিয়ারায় প্রস্তুত ৪১টা অ্যাম্বুল্যান্স, তৈরি হয়েছে ৪১ শয্যার হাসপাতাল    

প্রকাশিত

দেহরাদুন: আজ বৃহস্পতিবার। বারো দিন ধরে সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তবে যে কোনো মুহূর্তে তাঁদের সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে। তার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এনডিআরএফ-এর (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) ১৫ জন কর্মীর একটি দল। তাঁদের নেতৃত্বে রয়েছেন একজন কমাড্যান্ট।

৮০০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে কী ভাবে আটকে থাকা শ্রমিকদের একে একে বের করে আনা হবে, তার মহড়াও দিয়েছেন এনডিআরএফ। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ওই পাইপ প্রায় পৌঁছে গিয়েছে আটকে থাকা শ্রমিকদের কাছাকাছি।

সিলকিয়ারায় টানেলের ঠিক বাইরে প্রস্তত হয়ে রয়েছে অ্যাম্বুল্যান্স। ৪১টা অ্যাম্বুল্যান্স প্রস্তুত। উত্তরকাশীর চিফ মেডিক্যাল অফিসার ডা. আরসিএস পানোয়ার জানিয়েছেন, প্রতিজনের জন্য ১টি করে অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। সঙ্গে থাকবেন একজন করে অ্যাটেন্ড্যান্ট।

বুধবারই সিলকিয়ারা থেকে ৩০ কিমি দূরে চিনইয়ালিসৌরে কম্যুনিটি হেলথ্‌ সেন্টারে ৪১ শয্যার হাসপাতাল তৈরি করা হয়েছে। টানেল থেকে শ্রমিকদের বের করে আনার সঙ্গে সঙ্গেই পাঠানো হবে ওই হাসপাতালে। আর কোনো শ্রমিকের জরুরি চিকিৎসার দরকার হলে তার প্রয়োজন মেটাতে সুড়ঙ্গের বাইরেও ৮ শয্যার একটি অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।

ডা. পানোয়ার জানান, কোনো শ্রমিক গুরুতর অসুস্থ থাকলে তাঁকে প্রয়োজনে জেলা হাসপাতালে পাঠানো হবে। তার জন্য চিনইয়ালিসৌরে ২টি হেলিকপ্টার মজুত রাখা আছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১২ দিন ধরে আটকে থাকা শ্রমিকদের নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। ভেন্টিলেশন না-থাকা জায়গায় এত দিন ধরে আটকে থাকার জন্য শ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে সূর্যের আলো থেকে বঞ্চিত থাকার জন্য ভিটামিন ডি-র অভাবজনিত সমস্যাও হতে পারে।

শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করার জন্য ১৫ জন ডাক্তারের একটি দল প্রস্তুত হয়ে রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জেনারেল ডা. বিনীতা শাহ বুধবার ঘটনাস্থলে যান। যতদিন না আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন যাতে কোনো স্বাস্থ্যকর্মী ছুটি না নেন, সেই ব্যাপারটি সুনিশ্চিত করার জন্য তিনি স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার! মুক্ত আকাশের নীচে দাঁড়াবেন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিক

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?