Homeখবরদেশউত্তরকাশী টানেল বিপর্যয়: সিলকিয়ারায় প্রস্তুত ৪১টা অ্যাম্বুল্যান্স, তৈরি হয়েছে ৪১ শয্যার হাসপাতাল...

উত্তরকাশী টানেল বিপর্যয়: সিলকিয়ারায় প্রস্তুত ৪১টা অ্যাম্বুল্যান্স, তৈরি হয়েছে ৪১ শয্যার হাসপাতাল    

প্রকাশিত

দেহরাদুন: আজ বৃহস্পতিবার। বারো দিন ধরে সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তবে যে কোনো মুহূর্তে তাঁদের সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে। তার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এনডিআরএফ-এর (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) ১৫ জন কর্মীর একটি দল। তাঁদের নেতৃত্বে রয়েছেন একজন কমাড্যান্ট।

৮০০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে কী ভাবে আটকে থাকা শ্রমিকদের একে একে বের করে আনা হবে, তার মহড়াও দিয়েছেন এনডিআরএফ। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ওই পাইপ প্রায় পৌঁছে গিয়েছে আটকে থাকা শ্রমিকদের কাছাকাছি।

সিলকিয়ারায় টানেলের ঠিক বাইরে প্রস্তত হয়ে রয়েছে অ্যাম্বুল্যান্স। ৪১টা অ্যাম্বুল্যান্স প্রস্তুত। উত্তরকাশীর চিফ মেডিক্যাল অফিসার ডা. আরসিএস পানোয়ার জানিয়েছেন, প্রতিজনের জন্য ১টি করে অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। সঙ্গে থাকবেন একজন করে অ্যাটেন্ড্যান্ট।

বুধবারই সিলকিয়ারা থেকে ৩০ কিমি দূরে চিনইয়ালিসৌরে কম্যুনিটি হেলথ্‌ সেন্টারে ৪১ শয্যার হাসপাতাল তৈরি করা হয়েছে। টানেল থেকে শ্রমিকদের বের করে আনার সঙ্গে সঙ্গেই পাঠানো হবে ওই হাসপাতালে। আর কোনো শ্রমিকের জরুরি চিকিৎসার দরকার হলে তার প্রয়োজন মেটাতে সুড়ঙ্গের বাইরেও ৮ শয্যার একটি অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।

ডা. পানোয়ার জানান, কোনো শ্রমিক গুরুতর অসুস্থ থাকলে তাঁকে প্রয়োজনে জেলা হাসপাতালে পাঠানো হবে। তার জন্য চিনইয়ালিসৌরে ২টি হেলিকপ্টার মজুত রাখা আছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১২ দিন ধরে আটকে থাকা শ্রমিকদের নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। ভেন্টিলেশন না-থাকা জায়গায় এত দিন ধরে আটকে থাকার জন্য শ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে সূর্যের আলো থেকে বঞ্চিত থাকার জন্য ভিটামিন ডি-র অভাবজনিত সমস্যাও হতে পারে।

শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করার জন্য ১৫ জন ডাক্তারের একটি দল প্রস্তুত হয়ে রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জেনারেল ডা. বিনীতা শাহ বুধবার ঘটনাস্থলে যান। যতদিন না আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন যাতে কোনো স্বাস্থ্যকর্মী ছুটি না নেন, সেই ব্যাপারটি সুনিশ্চিত করার জন্য তিনি স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার! মুক্ত আকাশের নীচে দাঁড়াবেন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিক

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...