Homeখবরদেশবারাণসী রেলস্টেশন চত্বরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ২০০-র বেশি গাড়ি ও বাইক

বারাণসী রেলস্টেশন চত্বরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ২০০-র বেশি গাড়ি ও বাইক

প্রকাশিত

শনিবার সকালে বারাণসী রেলস্টেশনের পার্কিং এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল যাত্রী এবং রেলকর্মীদের মধ্যে। আগুনে পুড়ে গিয়েছে ২০০-র বেশি চার চাকার গাড়ি এবং মোটরবাইক। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল এবং পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্টেশনের পার্কিং এলাকায় প্রথমে আগুন দেখতে পান কয়েকজন। বিষয়টি আরপিএফ কর্মীদের নজরে আসতেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে রাখা একের পর এক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। রেলকর্মীদের মোটরবাইক এবং বেশ কয়েকটি চার চাকার গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

শর্টসার্কিট থেকে আগুন

প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা না গেলেও, তা বেশ বড় অঙ্কের হবে। শর্টসার্কিটের কারণ কী, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর না থাকলেও যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং আরপিএফ যৌথভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

তদন্ত চলছে

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ বিশদে তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে শর্টসার্কিটের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু: ২০২৯ -এর মধ্যে সাগরদ্বীপে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।