Homeখবরদেশকী ভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন? জানুন খুঁটিনাটি

কী ভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন? জানুন খুঁটিনাটি

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দুই কক্ষের সাংসদরা। মোট ৭৮১ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ৩৯১। এনডিএর কাছে রয়েছে ৪২৭ ভোট, বিরোধী শিবির পিছিয়ে।

প্রকাশিত

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে সরাসরি জনগণ ভোট দেন না। এই পদে কে বসবেন, তা ঠিক হয় সংসদের দুই কক্ষের মিলিত ভোটে।

ভোট কী ভাবে হয়

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন Electoral College-এর সদস্যরা। এই কলেজ গঠিত হয় লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৭৮১—লোকসভায় ৫৪২ এবং রাজ্যসভায় ২৩৯ জন সাংসদ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রার্থীকে পেতে হবে অন্তত ৩৯১ ভোট।

উপরাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকা

  • উপরাষ্ট্রপতি রাজ্যসভার Ex-officio Chairman। তিনি উচ্চকক্ষের কার্যবিধি ও শৃঙ্খলা রক্ষা করেন।
  • মেয়াদ পাঁচ বছর, তবে তিনি পুনর্নির্বাচিত হতে পারেন।
  • বিশেষ পরিস্থিতিতে—যেমন রাষ্ট্রপতির মৃত্যু, অপসারণ বা পদত্যাগের সময়—উপরাষ্ট্রপতি সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তবে সেই সময় তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন না।

সংখ্যার অঙ্কে কে এগিয়ে?

এবারের নির্বাচনে মোট ৭৮১ ভোটের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দখলে রয়েছে প্রায় ৪২৭ ভোট, যা সহজেই সংখ্যাগরিষ্ঠতার সীমা ৩৯১ অতিক্রম করছে। এনডিএ-কে সমর্থন দিচ্ছে ওয়াইএসআর কংগ্রেস পার্টিও, যাদের রয়েছে ১১ সাংসদ।

অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন INDIA জোটের হাতে রয়েছে প্রায় ৩১৫ ভোট। গত লোকসভা নির্বাচনের পর সংসদে তাঁদের শক্তি কিছুটা বেড়েছে ঠিকই, তবে সংখ্যার অঙ্কে ঘাটতি রয়ে গেছে ১০০ থেকে ১৩৫ ভোটের। এমনকি বিজেডি (৭), বিআরএস (৪) এবং শিরোমণি আকালি দল সমর্থন দিলেও বিরোধীরা অন্তত ৭০ ভোট পিছিয়েই থাকবে।

ইতিমধ্যেই বিজেডি, বিআরএস এবং শিরোমণি আকালি দল ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। অন্যদিকে, আম আদমি পার্টির সাংসদ স্বাতি মালিওয়াল সমর্থন করবেন রাধাকৃষ্ণনকে।

সব মিলিয়ে, উপরাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যার অঙ্ক স্পষ্ট করে দিচ্ছে যে এনডিএ শিবিরই অনেকটাই এগিয়ে রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

এ বার থেকে শনি-রবিবারও চলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, শুরু ১৩ সেপ্টেম্বর

১৩ সেপ্টেম্বর থেকে শনি এবং রবিবারও চলবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর)। শনিবার ৪৪টি ও রবিবার ৪০টি মেট্রো চলবে, ৩৫ মিনিট অন্তর পরিষেবা।

আরও পড়ুন

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।

বন্ধু ফিরোজকে ফাঁসাতেই মুম্বই হামলার ভুয়ো হুমকি ছড়িয়েছিলেন পেশায় জ্যোতিষী অশ্বিনী কুমার

মুম্বইয়ে ৩৪টি গাড়িতে বোমা পুঁতে রাখার হুমকি পাঠানোর অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার হলেন জ্যোতিষী অশ্বিনী কুমার। পুলিশ জানিয়েছে, তিনি বন্ধুকে ফাঁসাতে এই বার্তা পাঠিয়েছিলেন।