Homeখবরদেশদিল্লি এইমস থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

দিল্লি এইমস থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

প্রকাশিত

দিল্লির এইমস হাসপাতাল থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হৃদযন্ত্রজনিত সমস্যার কারণে তিনি ৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। এইমস-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ধনখড় চিকিৎসায় ভালো সাড়া দিয়েছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এইমস-এর বিবৃতিতে বলা হয়েছে, “এইমস-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে প্রয়োজনীয় চিকিৎসার পর তিনি আশানুরূপ সুস্থ হয়ে উঠেছেন এবং ১২ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।” চিকিৎসকরা তাঁকে আগামী কয়েকদিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সি ধনখড় বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করায় ৯ মার্চ এইমস-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি হয়েছিলেন। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে যান। পরে এক্স (আগের টুইটার)-এর পোস্টে মোদী লেখেন, “এইমস-এ গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জির স্বাস্থ্যের খোঁজ নিলাম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

জগদীপ ধনখড় ২০২২ সালের ১১ আগস্ট ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫১ সালের ১৮ জুলাই রাজস্থানের হনুমানগড় জেলার কালিবঙ্গায় জন্মগ্রহণকারী ধনখড় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। একজন অভিজ্ঞ আইনজীবী ও সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া, তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...