Homeখবরদেশজগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

প্রকাশিত

নয়াদিল্লি: বিরোধী সাংসদদের সাসপেন্ড করার পরে, সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করার অভিযোগ উঠছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই বিতর্কই ক্রমশ বহরে বাড়ছে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, অভিষেক গৌতম নামে এক আইনজীবী ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেছে। এর ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। অভিষেক তাঁর অভিযোগে উপরাষ্ট্রপতিকে অপমান করার দাবি করেছেন এবং তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী বলেছেন, জনৈক আইনজীবী অভিযোগ করেছেন। তাঁকে বলা হয়েছিল যে বিষয়টি নয়াদিল্লি জেলার সঙ্গে সম্পর্কিত। অভিযোগটি গৃহীত হয়েছে এবং নয়াদিল্লি জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। স্টেশন ইনচার্জ বলেন, একটি অভিযোগ এসেছে এবং তার ভিত্তিতে বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সংসদের বাইরে ঘটা অভিযোগের ভিত্তিতে হলেও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব। তবে অভিযোগের ভিত্তিতে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তাই এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। পুলিশ এখনও বিষয়টি তদন্ত করছে।

এক সঙ্গে অনেক সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে নয়া সংসদ ভবনের মকর দ্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে অবিকল নকল করতে। ব্যঙ্গাত্মক সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন রাহুল গান্ধী।

এই ঘটনা নজরে পড়তেই ফুঁসে উঠলেন জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিরক্তিকর এবং লজ্জাজনক। সব কিছুর একটা লিমিট থাকা উচিত। একজন সিনিয়র সাংসদ মিমিক্রি করছেন এবং অপর একজন সেটির ভিডিয়ো করছেন, এটি দুর্ভাগ্যজনক।’

আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়, মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?