Homeখবরদেশপশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোট নির্বিঘ্ন, ভোটের হার ৫৯%

পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোট নির্বিঘ্ন, ভোটের হার ৫৯%

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা, এই রাজ্য এবং ওড়িশায় ইভিএম-এ গণ্ডগোল এবং মহারাষ্ট্রে অতি ধীর গতিতে ভোট নেওয়ার অভিযোগ ছাড়া সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট নির্বিঘ্নেই কাটল। এ দিন ভোটদানের হার ছিল ৫৯.৪২%। রাত ১০টায় নির্বাচন কমিশন এই তথ্য দিয়েছে। শহরাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ভোটদানে অনাগ্রহ লক্ষ করা গিয়েছে।

সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৭৩.১৪%। আর সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, ৫৩.৫১%। এ দিন মুম্বইয়ের ৬টি লোকসভা আসনে ভোট নেওয়া হয়। ওই ৬টি আসনে ভোট পড়ে ৪৬% থেকে ৫৪% পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ঠানে শহরে ভোট পড়েছে ৪৯.৮১%। বিহারেও ভোটের হার বেশ কম, ৫৩.৭৮%।

এ দিন ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট নেওয়া হল। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ১৪টি, ওড়িশার ৫টি, জম্মু-কাশ্মীরের ১টি, লাদাখের ১টি, ঝাড়খণ্ডের ৩টি, পশ্চিমবঙ্গের ৭টি, বিহারের ৫টি এবং মহারাষ্ট্রের ১৩টি আসন। পশ্চিমবঙ্গের যে ৭ কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ।

সব মিলিয়ে লোকসভার ৪২৮টি কেন্দ্রে ভোট নেওয়া সম্পন্ন হল।  বাকি রইল দু’ দফার ভোট – ২৫ মে এবং ১ জুন। ২৫ মে লোকসভার ৫৮টি আসনে এবং ১ জুন ৫৭ আসনে ভোট নেওয়া হবে।

জম্মু-কাশ্মীরের বরামুলায় ৪০ বছরে সর্বাধিক ভোট পড়ল। এখানে ভোটের হার ৫৬.০৪%। এই কেন্দ্রে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। লাদাখে ভোট পড়েছে ৬৭%-এর বেশি।

অশক্ত বৃদ্ধাকে ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ছবি: রাজীব বসু।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভোট দিতে পারলেন না

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন এ দিন ভোট দিতে পারলেন না। তিনি হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটার। দেখা যায়, ভোটার লিস্টে তাঁর নাম নেই। এক নির্বাচন আধিকারিক এই খবর দেন। হাওড়া শহরের এক ভোটকেন্দ্রে বাবুনবাবু ভোট দিতে যান। গিয়ে দেখেন ভোটার তালিকায় তাঁর নাম নেই।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলেন, “গোটা বিষয়টি ভারতের নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। কেন এ রকম হল এর ব্যাখ্যা একমাত্র তারাই দিতে পারবে।”

সংবাদসংস্থা পিটিআই যোগাযোগ করলে বাবুনবাবু তাঁর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আজ ভোট দিতে গেছিলাম। দেখলাম আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি এত বছর ধরে ভোট দিয়ে আসছি। আমি এ বছর ভোট দিতে পারলাম না, আমি খুব হতাশ। গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমার ভোট দেওয়ার অধিকার রয়েছে।”

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, “টিটাগড়ের ১০৮ নম্বর বুথে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তার মানে তৃণমূল কংগ্রেসের পায়ের নীচে থেকে মাটি সরে গেছে।” ব্যারাকপুরে অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক এবং সিপিএমের দেবদুত ঘোষ।

আরও পড়ুন

১৯৮৪-এর পর সর্বাধিক ভোট পড়ল জম্মু-কাশ্মীরের বরামুলায়

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।