Homeখবরদেশমোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার ভোট পড়ার হার ৬২.৮৭ শতাংশ। এ দিনের ভোটের পর দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটগ্রহণ সম্পূর্ণ হল। লোকসভার ২৮২টি আসনে ভোট নেওয়া হল।

এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে রাজ্যে ভোটের হার ৭৫.৫৩ শতাংশ। তার পরেই রয়েছে গোয়া, ৭৪.৪৭ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ।

লোকসভার যে ৯৪টি আসনে এ দিন ভোট নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অসমের ৪টি, উত্তরপ্রদেশের ১০টি, কর্নাটকের ১৪টি, গুজরাতের ২৫টি, গোয়ার ২টি, ছত্তীসগঢ়ের ৭টি, জম্মু-কাশ্মীরের ১টি, দমন-দিউয়ের ১টি, দাদরা ও নগর হাভেলির ১টি, পশ্চিমবঙ্গের ৪টি, বিহারের ৫টি, মধ্যপ্রদেশের ৯টি এবং মহারাষ্ট্রের ১১টি কেন্দ্র। এ দিনের ভোটের পরে অসম, কর্নাটক, গোয়া, ছত্তীসগঢ়, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলির লোকসভা ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল।

মঙ্গলবারের ভোটে যাঁদের ভাগ্য নির্ধারিত হল তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (গুজরাতের গান্ধীনগর), অসামরিক পরিবহণ এবং ইস্পাতমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (মধ্যপ্রদেশের গুনা), মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (বিদিশা), কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি (কর্নাটকের ধারওয়াড়), কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (হাবেরি), অখিলেশ যাদবের স্ত্রী সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব (উত্তরপ্রদেশের মৈনপূরী), এনসিপি নেতা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে (মহারাষ্ট্রের বরামতী) প্রমুখ।

গুজরাতে কংগ্রেস প্রার্থীর অভিযোগ

ভোটগ্রহণ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের বনসকণ্ঠ জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর। বনসকণ্ঠ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গেনিবেন থাকোর অভিযোগ করেন, বনসকণ্ঠের একটি ভোটগ্রহণ কেন্দ্রে কয়েকজন তরুণ কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কর্মী সেজে ভোটদাতাদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোরজার করছিলেন। উল্লেখ্য, গেনিবেন থাকোর গুজরাতের একজন বিধায়ক। গুজরাতের ২৬টি কেন্দ্রের মধ্যে ২৫টিতে ভোট নেওয়া হল মঙ্গলবার। সুরাত কেন্দ্র থেকে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী মুকেশভাই চন্দ্রকান্ত দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পশ্চিমবঙ্গের ২টি কেন্দ্রে অশান্তি

এ দিন পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এগুলি হল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গীপুর এবং মুর্শিদাবাদ। এর মধ্যে জঙ্গীপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র থেকে অশান্তির খবর এসেছে। ওই দুই কেন্দ্রের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন।

উত্তরপ্রদেশের তিন গ্রামে ভোট বয়কট         

উত্তরপ্রদেশের ফিরোজাবাদ কেন্দ্রের তিনটি গ্রামে এ দিন একটিও ভোট পড়েনি। ওই তিনটি গ্রাম হল নগলা জওহর, নিম খেরিয়া এবং নগলা উমর। ওই তিন গ্রামের সব ভোটদাতা এ দিন ভোট বয়কট করেন। তাঁদের দাবি, তাঁদের সমস্যার দিকে স্থানীয় প্রশাসনকে নজর দিতে হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...