Homeখবরদেশঅসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ, কী এমন বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র? দেখুন...

অসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ, কী এমন বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র? দেখুন ভিডিয়োয়

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদে দাঁড়িয়ে অসংসদীয় শব্দের প্রয়োগের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে। তাঁর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় বিজেপি। নিজের পক্ষে জোর সওয়াল করলেন সাংসদ। সব মিলিয়ে ফের এক বার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্কের ঝড়!

বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্পষ্টভাষী হিসাবেই পরিচিত মহুয়া। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের সময় তিনি অভিযোগ তোলেন, এক ব্যবসায়ী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সঙ্গী হন এবং তাঁর হাতেই সরকারের রিমোট কন্ট্রোল থাকে। তা কেন থাকে? এ ছাড়াও সরাসরি পেগাসাস থেকে সাম্প্রতিক মোদীকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায়।

বিগত কয়েকদিন ধরেই ‘আদানি’ ইস্যুতে বারংবার মুলতুবি হয়েছে সংসদ অধিবেশন। মঙ্গলবারও এই ইস্যুতে ঝড়ের সাক্ষী হয় সংসদ। তবে অন্য একটি ইস্যু নিয়ে বলতে গিয়ে অসংসদীয় ভাষার প্রয়োগ করে বিতর্কে জড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। অভিযোগ, লোকসভায় বক্তব্য চলাকালীন এই অসংসদীয় শব্দের প্রয়োগ করেন তৃণমূল সাংসদ।

সূত্রের খবর, বিজেপি সাংসদদের শোরগোলে বিরক্ত হয়ে আসনে বসে পড়তে যান মহুয়া। তখনই না কি তিনি একটি অসংসদীয় শব্দ উচ্চারণ করেন। বিজেপি সাংসদ রমেশ বিধুরির পক্ষে অসংসদীয় ভাষা ব্যবহার করেন মহুয়া। তাঁর মাইক অন থাকায় সেই অসংসদীয় শব্দ শুনতে পান সংসদীয় অধিবেশনে উপস্থিত সকলেই। এর পরে বিজেপি সাংসদরা তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানান। পরে তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন।

মহুয়ার শব্দচয়ন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)। মহুয়ার বক্তব্য প্রসঙ্গে হেমা মালিনী বলেন, “ওঁদের নিজেদের জিভের উপরে আগল থাকা উচিত। অতিরিক্ত উত্তেজিত ও আবেগপ্রবণ হয়ে পড়লে চলবে না। সংসদের প্রত্যেক সদস্য একজন সম্মাননীয় ব্যক্তি”।

এই বিতর্কে মুখ খুলে বুধবার মহুয়া অবশ্য জানিয়ে দিয়েছেন, “আমি যা বলেছি তা রেকর্ডে নেই। আমি এইটুকুই বলতে পারে, আমি আপেলকে আপেলই বলব। কমলালেবু নয়। আমাকে যদি বিশেষাধিকার কমিটির কাছে নিয়ে যাওয়া হয় আমি আমার বক্তব্যের সপক্ষে যা বলার বলব”।

আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আবারও সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়বে ঋণের ইএমআই

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...