Homeখবরদেশনিট প্রশ্নফাঁসের মূল হোতা! কে এই সঞ্জীব মুখিয়া ওরফে লুটা

নিট প্রশ্নফাঁসের মূল হোতা! কে এই সঞ্জীব মুখিয়া ওরফে লুটা

প্রকাশিত

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনায় উঠে এসেছে সঞ্জীব মুখিয়া ওরফে লুটার নাম। তদন্তকারীদের আতশকাচের তলায় তাঁর গ্যাং! একটি মহলের মতে, নিট প্রশ্নফাঁসের পিছনে মূল হোতা হিসাবে সন্দেঙ করা হচ্ছে তাঁকে। কে এই সঞ্জীব মুখিয়া ওরফে লুটা।

গত ৪ জুন নিট-ইউজি ফলাফল ঘোষণা হয়। তার আগে থেকেই প্রশ্নফাঁসের অভিযোগে শোরগোল পড়েছিল। আর ফলাফল প্রকাশের পর নম্বর কারচুপি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করে। নিট কেলেঙ্কারি গোটা দেশকে চমকে দিয়েছে। এনটিএ পরিচালিত এই সর্বভারতীয় পরীক্ষায় যে এত রকমের দুর্নীতি জড়িয়ে রয়েছে, তা ভেবেই অবাক অনেকে। তদন্ত শুরু হওয়ার পর নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। একই ভাবে সামনে এসেছে সঞ্জীব মুখিয়ার নাম।

সঞ্জীব মুখিয়া কে?

১. যতদূর জানা গিয়েছে, এই সঞ্জীব মুখিয়া লুটা নামে পরিচিত।

২. সঞ্জীব মুখিয়া বিহারের নুরসরাইয়ের হর্টিকালচার কলেজের কর্মী।

৩. বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা (ইএইউ) এবং পটনা পুলিশ নিটকাণ্ডে সঞ্জীব এবং তাঁর ছেলে ডা. শিব কুমার ওরফে বিট্টুর ভূমিকা খতিয়ে দেখছে।

৪. সঞ্জীব মুখিয়ার বাড়ি নালন্দা জেলার নাগারনৌসা গ্রামে। সেই বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। কিন্তু সেসময় বাড়িতে ছিলেন না তিনি।

৫. সঞ্জীব মুখিয়ার ছেলেকে অন্য একটি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত বছর গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব মুখিয়াকে।

৬. ২০১৭ সালে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ছিলেন সঞ্জীব ও তাঁর ছেলে।

৭. এ বারের নিট পরীক্ষার এক দিন আগে কয়েক জন পরীক্ষার্থীকে পটনা এবং রাঁচীতে লার্ন প্লে স্কুল অ্যান্ড বয়েজ হস্টেলে নিয়ে এসে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করেন সঞ্জীব ও তাঁর গ্যাং।

আরও পড়ুন: ‘সংবিধানের প্রতি ভালবাসা… অধিকার নেই’, জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।