Homeখবরদেশভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

প্রকাশিত

মধ্যপ্রদেশে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় নড়েচড়ে উঠল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। শিশুদের মৃত্যু ঘটিয়েছে এমন বিষাক্ত কফ সিরাপের নমুনা পাওয়া গিয়েছে ভারতের তিনটি সংস্থার তৈরি ওষুধে — এমনটাই জানিয়েছে WHO।

শনাক্ত হওয়া তিনটি কফ সিরাপ হল —

  1. ‘কোল্ডরিফ’ (Coldrif Syrup) — প্রস্তুতকারক: স্রেসন ফার্মাসিউটিক্যালস (Sresan Pharmaceuticals), তামিলনাড়ু
  2. ‘রেসপিফ্রেশ টিআর’ (Respifresh TR Syrup) — প্রস্তুতকারক: রেডনেক্স ফার্মাসিউটিক্যালস (Rednex Pharmaceuticals)
  3. ‘রিলাইফ’ (ReLife Syrup) — প্রস্তুতকারক: শেপ ফার্মা (Shape Pharma)

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সিরাপগুলি শরীরে মারাত্মক, জীবনহানিকারক অসুস্থতার কারণ হতে পারে। WHO-এর নির্দেশে ইতিমধ্যেই সব দেশকে সতর্ক করা হয়েছে, এবং কোনো দেশে এই সিরাপ পাওয়া গেলে তা অবিলম্বে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি

WHO-র রিপোর্ট অনুযায়ী, এই সিরাপগুলিতে ডাইইথিলিন গ্লাইকোল (Diethylene Glycol বা DEG) নামের এক বিষাক্ত রাসায়নিক পাওয়া গিয়েছে, যা অতীতে একাধিক মারণ ওষুধ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত।

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জানিয়েছে, ‘কোল্ডরিফ’ কফ সিরাপে DEG-এর পরিমাণ অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি।

ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এই রাসায়নিকের ঘনত্ব ৪৮ শতাংশের বেশি, যেখানে সর্বোচ্চ অনুমোদিত সীমা মাত্র ০.১ শতাংশ

এই বিষাক্ত সিরাপ খেয়ে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার পারাসিয়া গ্রামে অন্তত ২২ জন শিশু (সবাই পাঁচ বছরের নিচে) প্রাণ হারিয়েছে।

সংস্থা ও সরকারের পদক্ষেপ

তামিলনাড়ুভিত্তিক স্রেসন ফার্মাসিউটিক্যালস-এর উৎপাদন লাইসেন্স পুরোপুরি বাতিল করা হয়েছে। সংস্থার মালিক জি. রঙ্গনাথনকে গ্রেফতার করেছে পুলিশ।  তামিলনাড়ুর অন্যান্য ওষুধ নির্মাতা সংস্থার কারখানাগুলিতেও কেন্দ্রীয় পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে, দুই বছরের নিচের শিশুদের কোনওভাবেই কফ সিরাপ প্রেসক্রাইব করা যাবে না,
এবং পাঁচ বছরের নিচের শিশুদের ক্ষেত্রেও তা সাধারণত সুপারিশযোগ্য নয়।

WHO-এর পর্যবেক্ষণ ও ভারতের অবস্থান

WHO ভারত সরকারের কাছে জানতে চেয়েছিল, এই সিরাপগুলি অন্য দেশে রপ্তানি করা হয়েছিল কি না।
ভারত সরকার জানিয়েছে, এই তিনটি ওষুধই কেবল ভারতের বাজারে বিক্রি হয়েছে, বিদেশে রপ্তানি করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রও WHO-কে জানিয়েছে, এই বিষাক্ত সিরাপগুলির কোনও একটিও তাদের দেশে প্রবেশ করেনি।

তবে WHO স্পষ্ট জানিয়েছে, “এই সিরাপগুলিতে DEG-এর উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এটি কিডনি বিকল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।”

DEG — ক্ষতিকর রাসায়নিক

অতীতে বহুবার মারাত্মক ওষুধ কেলেঙ্কারিতে প্রতিবারই ওষুধের মধ্যে ডাইইথিলিন গ্লাইকোল (DEG) পাওয়া গিয়েছে । ১৯৯০-এর দশকে দিল্লি, ২০২২ সালে গাম্বিয়া এবং ২০২৩ সালে উজবেকিস্তান — সবক্ষেত্রেই DEG দূষিত কফ সিরাপ শিশুদের মৃত্যুর কারণ হয়েছিল।

ভারতে আবারও একই রাসায়নিকের কারণে শিশুমৃত্যুর ঘটনা সামনে আসায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

আরও পড়ুন

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।