Homeখবরদেশপর্যটকের ছদ্মবেশে রাতে ঘুরলেন মহিলা পুলিশ আধিকারিক, তারপর কী হল?

পর্যটকের ছদ্মবেশে রাতে ঘুরলেন মহিলা পুলিশ আধিকারিক, তারপর কী হল?

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: পর্যটকের ছদ্মবেশ নিয়ে এবং সাদা পোশাকে রাতের আগরা শহর দেখার সিদ্ধান্ত নিলেন এক মহিলা পুলিশ আধিকারিক। তাঁর উদ্দেশ্য ছিল রাতের শহরের নিরাপত্তা নিয়ে নিজের দফতরের ব্যবস্থাপনা খতিয়ে দেখার। পাশাপাশি অটোর ক্ষেত্রে মহিলারা রাতে কতটা নিরাপদ বোধ করবেন, সেটাও বুঝতে বেরিয়েছিলেন তিনি।

তাজমহলের জন্য বিখ্যাত পর্যটন শহর আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) সুকন্যা শর্মা এই পদক্ষেপের সূচনা করেছিলেন আগরা ক্যান্টনমেন্ট স্টেশনে। ৩৩ বছর বয়সি ওই পুলিশ আধিকারিক প্রথমে নিজেই দফতরেই ফোন করে বসেন সাহায্যপ্রার্থী হয়ে।

আপৎকালীন পরিস্থিতিতে যে হেল্পলাইন নাম্বার আছে সেই ১১২-তে ফোন করেন সুকন্যা। ওইদিকে ফোন ধরলে তিনি বলেন গভীর রাত এবং রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার ফলে তিনি ভয় পাচ্ছেন। ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয় তিনি যেন একটি নিরাপদ স্থানে গিয়ে অপেক্ষা করেন এবং তাঁর অবস্থান সম্পর্কে সব তথ্য নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশের টহলদারি বাহিনীর থেকে ফোন করে তাঁকে বলে হয়, সুকন্যাকে তাঁর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তাঁরা আসছেন।

তখনই ফোনে নিজের পরিচয় দেন সুকন্যা। বলেন, পুলিশের এই আপৎকালীন ব্যবস্থাটি কতটা সক্রিয় সেটা পরীক্ষা করার জন্য তিনি পর্যটকের ছদ্মবেশে তাদের ফোন করেছিলেন। পুলিশ যে তাঁর পরীক্ষায় পাশ করে গিয়েছে, সেটাও জানিয়ে দেন তিনি।

এর পরের পরীক্ষাটি ছিল অটোচালককে নিয়ে। রাস্তায় দাঁড়িয়েই একটি অটো ডাকেন সুকন্যা। কোথায় যেতে হবে, সেটা অটোচালককে বলার পর তার ভাড়াটি জেনে নেন। সেইমতো অটোতে উঠে যাত্রা শুরু করেন ওই পুলিশ আধিকারিক।

নিজের পরিচয় গোপন রেখেই রাস্তায় যেতে যেতেই মহিলাদের নিরাপত্তা নিয়ে ওই অটোচালককে নানা রকম প্রশ্ন করতে থাকেন সুকন্যা। অটোচালকের উত্তরে সন্তুষ্ট হন তিনি। এরপর নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে তিনি অটোচালককে নিজের পরিচয় দেন এবং বলেন যে তিনিও এই পরীক্ষায় পাশ করে গিয়েছেন।

এসিপি সুকন্যার এই পদক্ষেপের কথা জানাজানি হতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নাগরিক সমাজ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...