Homeখবরদেশপর্যটকের ছদ্মবেশে রাতে ঘুরলেন মহিলা পুলিশ আধিকারিক, তারপর কী হল?

পর্যটকের ছদ্মবেশে রাতে ঘুরলেন মহিলা পুলিশ আধিকারিক, তারপর কী হল?

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: পর্যটকের ছদ্মবেশ নিয়ে এবং সাদা পোশাকে রাতের আগরা শহর দেখার সিদ্ধান্ত নিলেন এক মহিলা পুলিশ আধিকারিক। তাঁর উদ্দেশ্য ছিল রাতের শহরের নিরাপত্তা নিয়ে নিজের দফতরের ব্যবস্থাপনা খতিয়ে দেখার। পাশাপাশি অটোর ক্ষেত্রে মহিলারা রাতে কতটা নিরাপদ বোধ করবেন, সেটাও বুঝতে বেরিয়েছিলেন তিনি।

তাজমহলের জন্য বিখ্যাত পর্যটন শহর আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) সুকন্যা শর্মা এই পদক্ষেপের সূচনা করেছিলেন আগরা ক্যান্টনমেন্ট স্টেশনে। ৩৩ বছর বয়সি ওই পুলিশ আধিকারিক প্রথমে নিজেই দফতরেই ফোন করে বসেন সাহায্যপ্রার্থী হয়ে।

আপৎকালীন পরিস্থিতিতে যে হেল্পলাইন নাম্বার আছে সেই ১১২-তে ফোন করেন সুকন্যা। ওইদিকে ফোন ধরলে তিনি বলেন গভীর রাত এবং রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার ফলে তিনি ভয় পাচ্ছেন। ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয় তিনি যেন একটি নিরাপদ স্থানে গিয়ে অপেক্ষা করেন এবং তাঁর অবস্থান সম্পর্কে সব তথ্য নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশের টহলদারি বাহিনীর থেকে ফোন করে তাঁকে বলে হয়, সুকন্যাকে তাঁর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তাঁরা আসছেন।

তখনই ফোনে নিজের পরিচয় দেন সুকন্যা। বলেন, পুলিশের এই আপৎকালীন ব্যবস্থাটি কতটা সক্রিয় সেটা পরীক্ষা করার জন্য তিনি পর্যটকের ছদ্মবেশে তাদের ফোন করেছিলেন। পুলিশ যে তাঁর পরীক্ষায় পাশ করে গিয়েছে, সেটাও জানিয়ে দেন তিনি।

এর পরের পরীক্ষাটি ছিল অটোচালককে নিয়ে। রাস্তায় দাঁড়িয়েই একটি অটো ডাকেন সুকন্যা। কোথায় যেতে হবে, সেটা অটোচালককে বলার পর তার ভাড়াটি জেনে নেন। সেইমতো অটোতে উঠে যাত্রা শুরু করেন ওই পুলিশ আধিকারিক।

নিজের পরিচয় গোপন রেখেই রাস্তায় যেতে যেতেই মহিলাদের নিরাপত্তা নিয়ে ওই অটোচালককে নানা রকম প্রশ্ন করতে থাকেন সুকন্যা। অটোচালকের উত্তরে সন্তুষ্ট হন তিনি। এরপর নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে তিনি অটোচালককে নিজের পরিচয় দেন এবং বলেন যে তিনিও এই পরীক্ষায় পাশ করে গিয়েছেন।

এসিপি সুকন্যার এই পদক্ষেপের কথা জানাজানি হতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নাগরিক সমাজ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।