Home খবর দেশ বিশ্বের এই ১০টি শহরের বাতাস সবচেয়ে বিষাক্ত, শীর্ষ পাঁচে দিল্লি, কলকাতা, মুম্বই

বিশ্বের এই ১০টি শহরের বাতাস সবচেয়ে বিষাক্ত, শীর্ষ পাঁচে দিল্লি, কলকাতা, মুম্বই

0

বায়ু দূষণের কারণে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দারা। দিল্লি-এনসিআর ছাড়াও দেশের আরও কিছু শহরের বাতাস এখন ভীষণ বিষাক্ত হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে দিল্লি, দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহৌর শহর। শীর্ষ পাঁচ সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের তিনটি শহর রয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকা প্রকাশ করেছে সুইস গ্রুপ IQair। এই গোষ্ঠী বায়ু দূষণের ভিত্তিতে বায়ুর গুণমান সূচক তৈরি করে। তালিকা অনুযায়ী, দেশের রাজধানী দিল্লি, মুম্বই এবং কলকাতা সবচেয়ে খারাপ আবহাওয়ার ১০টি শহরের মধ্যে রয়েছে। যেখানে বাতাসের গুণগত মানের (AQI) ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা তৈরি করতে ৩ নভেম্বর সকাল সাড়ে ৭টার তথ্য ব্যবহার করা হয়েছে। তবে, তার পর থেকে তিন দিন পেরিয়ে গেলেও দিল্লি-সহ বড়ো শহরগুলির বায়ুর অবস্থার কোনো উন্নতি হয়নি।

বাংলাদেশের রাজধানী ঢাকা ষষ্ঠ স্থানে রয়েছে, যেখানে একিউআই ১৫৯। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকের রাজধানী বাগদাদ সপ্তম স্থানে রয়েছে, যেখানে বাতাসের মান ১৫৮। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৫৮) অষ্টম স্থানে, কাতারের রাজধানী দোহা (১৫৩) নবম স্থানে এবং চিনের উহান শহর (১৫৩) দশম স্থানে রয়েছে। এসব শহরে বসবাসকারী মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

তালিকা অনুযায়ী, দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর (একিউআই ৫১৯)। এর পরে পাকিস্তানের লাহৌর (২৮৩) দ্বিতীয় স্থানে রয়েছে। তারপর কলকাতা (১৮৫) রয়েছে তৃতীয় স্থানে। এর পরে যথাক্রমে মুম্বই, যেখানে একিউআই ১৭৩ রেকর্ড করা হয়েছে। পাঁচ নম্বরে রয়েছে উপসাগরীয় দেশ কুয়েতের রাজধানী কুয়েত সিটি (১৬৫)।

প্রসঙ্গত, বায়ু দূষণের জেরে রাজধানী দিল্লিতে ঘোষিত হয়েছে ‘এয়ার ইমার্জেন্সি’। ক্রমশ বেড়ে চলা দূষণের মাত্রার প্রেক্ষিতে, প্রাথমিক বিদ্যালয়গুলি শুক্রবার এবং শনিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল দিল্লি সরকার। সেই সময়সীমাই ফের বাড়িয়ে করা হয়েছে ১০ নভেম্বর পর্যন্ত। পাশাপাশি বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলি পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। প্রয়োজন মনে করলে তারা অনলাইন ক্লাস চালাতে পারে।

আরও পড়ুন: দূষণের জেরে প্রাথমিক স্কুল বন্ধের মেয়াদ বাড়ল দিল্লিতে, বড়োদের জন্য অনলাইন ক্লাসের পরামর্শ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version