Homeখবরদেশকংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব! চমকে দেওয়া প্রত্যুত্তর নিতিন গডকড়ীর

কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব! চমকে দেওয়া প্রত্যুত্তর নিতিন গডকড়ীর

প্রকাশিত

নাগপুর: এক বার এক কংগ্রেস নেতা না কি দলবদলের প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি-র প্রবীণ নিতিন গডকড়ীকে। প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, কংগ্রেসের সদস্য হওয়ার চেয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে মরে যাওয়া ভালো।

নিতিন গডকড়ী আরও বলেন, কংগ্রেস নিজের ৬০ বছরে শাসনে যা করেছে সেই তুলনায় বিজেপি সরকার গত ৯ বছরে দেশে তার দ্বিগুণ কাজ করেছে।

নরেন্দ্র মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার মহারাষ্ট্রের ভান্ডারায় একটি সমাবেশে বক্তৃতা করেন গডকড়ী। বিজেপি-তে যোগ দেওয়ার প্রথম দিকের সময়ের কথা স্মরণ করার পাশাপাশি দলের দীর্ঘ যাত্রাপথ সম্পর্কেও নিজের বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।

ওই সমাবেশেই প্রয়াত কংগ্রেস নেতা শ্রীকান্ত জিচকরের দেওয়া প্রস্তাবের কথাও স্মরণ করেন মন্ত্রী। তিনি বলেন, “জিচকর এক বার আমাকে বলেছিলেন, ‘আপনি একজন খুব ভালো কর্মী এবং নেতা। আপনি যদি কংগ্রেসে যোগ দেন তবে আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে’। কিন্তু আমি তাঁকে বলেছিলাম, আমি কংগ্রেসে যোগ দেওয়ার চেয়ে কুয়োয় ঝাঁপ দেব। কারণ বিজেপি এবং এই দলের আদর্শে দৃঢ় বিশ্বাস আছে আমার। দলের জন্যই আমি কাজ করে যাব”।

অনেক কম বয়সে আরএসএস-এর মতাদর্শের প্রতি আকৃষ্ট হন গডকড়ী। ছোটবেলায় নিজের মূল্যবোধ জাগ্রত করার জন্য আরএসএস-এর ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর প্রশংসা করেন তিনি।

ভারতকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের প্রশংসা করেন গডকড়ী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। নিতিন গডকড়ীর কথায়, “কংগ্রেস নিজের শাসনের ৬০ বছরে যে কাজ করতে পারেনি, মাত্র গত ৯ বছরে বিজেপি সরকার তার দ্বিগুণ কাজ করেছে”।

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল এইমস  

হৃষীকেশ: সিলকিয়ারার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ আছেন। তাঁরা যে...

তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

হায়দরাবাদ: ইভিএম মেশিনে গোলযোগ-সহ ছোটোখাটো দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শান্তিতেই...