Homeখবরদেশটাকার নোটে লেখালেখি ? বৈধ না অবৈধ ? কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক...

টাকার নোটে লেখালেখি ? বৈধ না অবৈধ ? কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

প্রকাশিত

নয়া দিল্লি : কর্মক্ষেত্র হোক কিংবা শখ অনেকেরই অভ্যাস রয়েছে নতুন কিংবা পুরনো টাকার নোটের উপর পেন্সিল কিংবা কলম দিয়ে লেখালেখি। সেই নোট ছড়িয়ে যাচ্ছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে। কেউ একজন লিখছে তো সেই নোট কার হাতে পড়ছে শেষ পর্যন্ত তার সীমার অবশেষে নাই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এক বার্তা। সেই বার্তায় বলা হয়েছে টাকার নোটের উপরে কিছু লেখা থাকলে সেই নোটটি অবৈধ বলে গণ্য করা হবে। যেটি আর বাজারে চলবে না। এই বার্তার পর একপ্রকার হুড়োহুড়ি লেগে গিয়েছে বিভিন্ন ব্যাংকে।

টাকার নোটের উপরে লেখা নোট কমবেশি সকলের কাছেই আছে। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা পাওয়ার পরে সকলেই ছুটেছে ব্যাংকের দিকে। কেউ অফিসে ছুটি নিয়ে তো কেউ আবার সব কাজ ফেলে লাইন দিয়েছে ব্যাংকে। এক প্রকার নোট বন্দির মতো যে দৃশ্য মানুষ দেখেছিল ক্রমাগত আবারও সামনে আছে। কারণ মেহনত করে জমা করা টাকার নোট যদি বাজারে না চলে তাহলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকেই। সেই কথা ভেবেই সকলেই ছুটেছেন ব্যাংকে। কিন্তু এর সত্যতা কতটা ? তা মানুষ ভেবে দেখেনি একবারও।

তবে সম্প্রতি প্রেস ইনফরমেশন অফ ব্যুরো কিন্তু বলছে অন্য কথা। সংস্থার পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে এমন কোন বার্তা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে দেশে প্রচার করা হয়নি। টাকার নোটের ওপরে কোন কিছু লেখা থাকলে তা আইনত অবৈধ নয়। আইনি টেন্ডার সাপেক্ষেও তাকে বৈধ বলে গণ্য করতে হবে। তবে সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লিন নোট পলিসি রয়েছে। তবে লেখায় ভরা নোট বাতিল করে দেওয়া হবে সে কথা বলছে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুধু সাধারণ মানুষের কাছে একটাই আবেদন জানানো হয়েছে নোট পরিষ্কার রাখাই ভালো। নোটের উপরে কিছু লিখলে তা দেখতে যেমন খারাপ লাগে ঠিক তেমনি ঘষাঘষিতে নোটের আয়ুও ক্ষয়ে যায়। ফলে নোট পরিষ্কার রাখাই ভালো।

খবর অনলাইনে আরও পড়ুন khaboronline.com

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।