Homeখবরদেশটিসিএস-এ অফিসে গিয়ে কাজের হার এক ধাক্কায় বেড়ে ৭০ শতাংশ! নেপথ্যে কি...

টিসিএস-এ অফিসে গিয়ে কাজের হার এক ধাক্কায় বেড়ে ৭০ শতাংশ! নেপথ্যে কি পরিবর্তনশীল বেতন নীতি?

প্রকাশিত

অফিসে ফিরছেন ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস বা টিসিএস (TCS)-এর কর্মীরা। সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৭০ শতাংশ কর্মী অফিসে এসে কাজ করছেন। প্রতি সপ্তাহেই এই সংখ্যা বাড়ছে। উল্লেখযোগ্য ভাবে, অফিসে এসে কাজ করার বিনিময়ে পরিবর্তনশীল বেতন নীতি সংশোধন করার কয়েক মাসেই মধ্যেই এই পটপরিবর্তন।

২০২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করার সময় টিসিএস-এর প্রধান মানবসম্পদ আধিকারিক মিলিন্দ লক্কড় জানান, যেসব কর্মী সপ্তাহে পাঁচ দিন অফিসে এসে কাজ করার পদ্ধতি মেনে চলেন না, তাঁদের জরিমানা করা হয়েছিল। যদিও সেই আর্থিক জরিমানার পরিমাপ সম্পর্কে বিশদ কিছুই জানাননি তিনি।

এ ব্যাপারে তিনি বলেন, “অফিসে এসে কাজ না করলে কোনো কর্মীর উপর তার প্রভাব পড়তে বাধ্য়। তবে সেই প্রভাব কতটা, সে সম্পর্কে কোনো তথ্য দিতে চাই না। মূলত কর্মক্ষেত্রে শৃঙ্খলার দিক থেকে আমরা এসব করছি।”

একইসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে আমি বিশেষ চিন্তিত নই। কারণ, পরিস্থিতির উপর আমার আস্থা রয়েছে। কর্মীরা অফিসে আসার মূল্য বুঝতে পেরেছেন। এঁদের মধ্যে অনেকেই এই প্রথম বার অফিসে আসছেন। কারণ, কোভিড মহামারি চলাকালীন তাঁরা টিসিএস-এ যোগ দিয়েছিলেন। সবমিলিয়ে একটা ইতিবাচক শক্তি তৈরি হয়েছে।”

গত এপ্রিল মাসে পরিবর্তনশীল বেতন নীতি তৈরি সংশোধন করেছে টিসিএস। ওই নীতি অনুযায়ী কোনো কর্মীর বেতন পেতে অফিসে এসে কাজ করাকেই মূল নির্ধারক হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই নীতিটি চারটি ভাগে বিভক্ত। সেটা স্থির করা হয়েছে, কোন কর্মী কতদিন অফিসে এসে কাজ করছেন, তার উপর নির্ভর করে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, টিসিএসের কোনো কর্মী যদি ৬০ শতাংশের কম সময় অফিসে এসে কাজ করেন, তা হলে তিনি ওই ত্রৈমাসিকের জন্য নতুন পরিবর্তনশীল বেতন নীতির সুবিধা পাবেন না। যাদের উপস্থিতি ৬০-৭৫ শতাংশ, তাঁরা নিজেদের পরিবর্তনশীল বেতনের অর্ধেক পাবেন। এ ভাবেই ৭৫-৮৫ শতাংশ উপস্থিতি হলে পরিবর্তনশীল বেতনের তিন-চতুর্থাংশ পাবেন।

শুধুমাত্রা সেই সমস্ত কর্মচারী পরিবর্তনশীল বেতনের সম্পূর্ণ অংশ পাবেন, যাঁদের উপস্থিতি ৮৫ শতাংশের বেশি। পরিবর্তনশীল বেতন পাওয়ার জন্য এটাই সর্বোচ্চ উপস্থিতির হার।

আরও পড়ুন: চালু হচ্ছে মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশন, চলবে ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...