Homeখবরদেশসলমন খানের শুটিংয়ের সময় সেটে ঢুকে হুমকি! অভিযুক্ত সেই লরেন্স বিশ্নোই গোষ্ঠী

সলমন খানের শুটিংয়ের সময় সেটে ঢুকে হুমকি! অভিযুক্ত সেই লরেন্স বিশ্নোই গোষ্ঠী

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: বলিউড অভিনেতা সলমন খানকে আবার হুমকি দেওয়ার অভিযোগ গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে। তবে এ বার আর টেলিফোন বা সমাজমাধ্যমে নয়। সরাসরি শুটিংয়ের সেটে ঢুকে!

বুধবার রাতে মুম্বইয়ের দাদর এলাকার জোন-৫ এ সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এর পর তাঁকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় মুম্বইয়ের বান্দ্রায়। সেই খুনের ঘটনায় বিশ্নোই গোষ্ঠীর নাম জড়ায়। লরেন্স গুজরাতের জেলে বন্দি। তাঁর ভাই আনমোল বিদেশে। সেখান থেকেই তিনি এই হত্যার ছক কষেছিলেন বলে অভিযোগ। এনআইএ তাঁর মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা। আনমোলকে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়েছে। অভিযোগ, সিদ্দিকি খুনের পরেই সলমনকে নতুন করে পর পর কয়েক বার খুনের হুমকি দিয়েছে বিশ্নোই গোষ্ঠী। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয় তাঁর কাছ থেকে।

তবে সলমনের উপর বিশ্নোই গোষ্ঠীর ক্ষোভ পুরনো। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার এবং চিঙ্কারা হত্যার অভিযোগ ওঠার পর থেকেই ওই গোষ্ঠী বলিউড অভিনেতাকে হুমকি দিয়ে আসছে। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি বিশ্নোইদের। কিন্তু সলমন তা করেননি। ফলে সময় যত এগিয়েছে, ক্ষোভ ততই বেড়েছে। এই পরিস্থিতিতে এ বার সরাসরি হুমকি পেলেন সলমন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।