Homeখবররাজ্যসকাল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি, আজও মেঘ-রোদের খেলা!

সকাল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি, আজও মেঘ-রোদের খেলা!

প্রকাশিত

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। ফলে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি। শহর কলকাতা ও সংলগ্ন এলাকাতেও শুক্রবার সকাল হতেই দেখা মিলেছে বৃষ্টির। তবে আকাশে এ দিন রোদ ও মেঘ দুটোই দেখা যেতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও।

জাতীয় আবহাওয়া বিভাগ ইতিমধ্যেই জানিয়েছে, বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত আরও একটি বৃষ্টির স্পেল চলবে। বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলিতেও মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল, মেঘ থাকবে আকাশে। অস্বস্তিকর আবহাওয়ায় থাকবে। সকালের দিকে বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে শনি ও রবিবার নগাদ হাওয়া বদল হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। তবে রাজ্যে বৃষ্টির একমাত্র কারণ সেটিই নয়। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা মূলত ওড়িশার উপরেই প্রভাব ফেলবে বলে জানিয়েছেন আবহবিদেরা। পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপের প্রভাব থাকলেও গত কয়েক দিনের ক্রমাগত বৃষ্টির আরও একটি কারণ রয়েছে।

উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে ছত্তীসগ‌‌‌ঢ় পর্যন্ত যাবে। এর সরাসরি প্রভাব ওড়িশা ও ছত্রিশগড়ে পড়বে এবং পরোক্ষ প্রভাব দেখা যাবে বাংলায়। নিম্নচাপের ফলে জলীয় বাষ্পের জোগান বেড়েছে রাজ্যে। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে একটি মৌসুমী অক্ষরেখা চলে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। সেই অক্ষরেখা গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। মূলত এই মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের যুগলবন্দিতেই রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন: প্রাথমিক টেট-এর তারিখ ঘোষণা পর্ষদের, বিজ্ঞপ্তি শীঘ্রই

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ইঙ্গিত, কলকাতা সহ বহু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে ঘূর্ণাবর্তের হাত ধরে। কলকাতা সহ উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুকনো নদীতে ফিরতে পারে জল।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন আসন্ন, আজ থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বর্ষা আসছে আগামী ২৪-৪৮ ঘণ্টায়। ১৬ জুন থেকে শুরু ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা।

খাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম ধাপে ৫৫৯৩ দোকানে সমীক্ষা

রেশন পরিষেবার মান যাচাইয়ে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। প্রথম পর্যায়ে রাজ্যের ৫৫৯৩টি রেশন দোকানে চলবে সোশ্যাল অডিট, জানানো হবে গ্রাহক ও দোকান কর্মীদের মতামত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে