Homeখবররাজ্যরাজ্যের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের বৃত্তি পরীক্ষায় বসেছে ১,৬৮,৩৮২ জন

রাজ্যের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের বৃত্তি পরীক্ষায় বসেছে ১,৬৮,৩৮২ জন

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: প্রাথমিক শিক্ষায় পড়ুয়াদের শিক্ষার ভিতকে মজবুত করার লক্ষে ১৯৯২ সাল থেকে রাজ্যের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষে বৃত্তি পরীক্ষা শুরু করে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ।সোমবার থেকে রাজ্যের ২৩০০ পরীক্ষা কেন্দ্রের মধ্যে দিয়ে এই পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে শুক্রবার।

মোট ৫ দিনে ৫টি ভিন্ন বিষয়ে এই পরীক্ষা হচ্ছে। এ বছর সারা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৩৮২ জন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সারা রাজ্যের বিভিন্ন এলাকার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। বাংলা,হিন্দি ও উর্দু- এই তিনটি ভাষায় চতুর্থ শ্রেণির পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।

মঙ্গলবার এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের রাজ্য কমিটির সদস্য তথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সাংগঠনিক জেলার বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির ইনচার্জ রীতা সরকার বলেন, দক্ষিণ ২৪ পরগনায় মোট ২৮২টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ৯৮২ জন পড়ুয়া এ বারে পরীক্ষায় বসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে জয়নগর ও কুলতলির ৪৮টি সেন্টারে মোট ৪ হাজার ৩০ জন পড়ুয়া এবারে পরীক্ষায় বসেছে।

সোমবার প্রথম দিন ছিল মাতৃভাষা, মঙ্গলবার হল গণিত, বুধবার সমাজ বিজ্ঞান, বৃহস্পতিবার বিজ্ঞান ও শুক্রবার শেষ দিনে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।