Home খবর রাজ্য রাজ্যের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের বৃত্তি পরীক্ষায় বসেছে ১,৬৮,৩৮২ জন

রাজ্যের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের বৃত্তি পরীক্ষায় বসেছে ১,৬৮,৩৮২ জন

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: প্রাথমিক শিক্ষায় পড়ুয়াদের শিক্ষার ভিতকে মজবুত করার লক্ষে ১৯৯২ সাল থেকে রাজ্যের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষে বৃত্তি পরীক্ষা শুরু করে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ।সোমবার থেকে রাজ্যের ২৩০০ পরীক্ষা কেন্দ্রের মধ্যে দিয়ে এই পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে শুক্রবার।

মোট ৫ দিনে ৫টি ভিন্ন বিষয়ে এই পরীক্ষা হচ্ছে। এ বছর সারা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৩৮২ জন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সারা রাজ্যের বিভিন্ন এলাকার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। বাংলা,হিন্দি ও উর্দু- এই তিনটি ভাষায় চতুর্থ শ্রেণির পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।

মঙ্গলবার এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের রাজ্য কমিটির সদস্য তথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সাংগঠনিক জেলার বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির ইনচার্জ রীতা সরকার বলেন, দক্ষিণ ২৪ পরগনায় মোট ২৮২টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ৯৮২ জন পড়ুয়া এ বারে পরীক্ষায় বসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে জয়নগর ও কুলতলির ৪৮টি সেন্টারে মোট ৪ হাজার ৩০ জন পড়ুয়া এবারে পরীক্ষায় বসেছে।

Photo Format CFT 34

সোমবার প্রথম দিন ছিল মাতৃভাষা, মঙ্গলবার হল গণিত, বুধবার সমাজ বিজ্ঞান, বৃহস্পতিবার বিজ্ঞান ও শুক্রবার শেষ দিনে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version