Home খবর রাজ্য ৬ হাজার পাতার ‘জবাব’, ঘণ্টাখানেকেই ইডি দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক

৬ হাজার পাতার ‘জবাব’, ঘণ্টাখানেকেই ইডি দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক

0

কলকাতা: বৃহস্পতিবার ইডি-র তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে যতবার তিনি কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হয়েছেন, প্রায় প্রত্যেক বারেই ৮-৯ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তবে এ দিন ঘণ্টাখানেকেই শেষ হয়ে গেল সেই পর্ব।

এ দিন সকাল ১১টা ৫ মিনিটে তাঁর কালো রঙের গাড়ি প্রবেশ করে সিজিও চত্বরে। আর ১২টা বেজে ৬ মিনিটে দেখা গেল বেরিয়ে আসতে। ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক বলেন, “আমার লুকানোর কিছু নেই। আমি আগেও এসেছি। দিল্লিতেও গিয়েছি। আমি চাইলে আমার আইনজীবী মারফত জানাতে পারতাম। আমি তা করিনি। আর দরকার হলে আমার স্টেটমেন্ট জমা দিয়ে দিক আদালতে। আমি কী বলেছি আদালতে জমা দিক। আমাকে যতবার জিজ্ঞাসাবাদ করতে চায় করুক।”

অভিষেক আরও বলেন, ‘‘ওঁরা তথ্য চেয়েছিলেন। আমি ওঁদের প্রায় ৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব। ভবিষ্যতেও যত বার ডাকবে তত বার আসব।’’

একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, “একের পর এক কেস দিয়ে ডেকে পাঠাচ্ছে। কিছুই পাচ্ছে না। তাও ডাকছে। আমার কাছে যা নথি চাওয়া হয়েছিল আমি তা পাঠাই। তারপরেও আমাকে সশরীরে আসতে বলে। আমি তাই আজ এসেছি”।

আরও পড়ুন: মহুয়া মৈত্রর সাংসদপদ বাতিলের সুপারিশ, ৫০০ পাতার রিপোর্ট এথিক্স কমিটির

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version