কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জনকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার হলেন ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির কর্মী পার্থ সেন। সূত্রের খবর, ওএমআর শিট নষ্টের অভিযোগে দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন ধৃত ব্যক্তি।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষস্থানীয় একাধিক ব্যক্তি। বেশ কিছুদিন আগেই সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, ওএমআর শিট বিকৃত করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কিছু দিন আগে তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন পার্থ।
এরপর সোমবার কলকাতায় সিবিআই অফিসে তলব করা হয়েছিল তাঁকে। আজ সিবিআই অফিস থেকেই নিয়োগ মামলায় ওএমআর শিট জালিয়াতির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
জানা যাচ্ছে, পার্থ সেন নামে ওই ব্যক্তি এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামে এক সংস্থায় কর্মরত ছিলেন। সেখানে প্রোগ্রামিং-এর কাজ করতেন ওই ব্যক্তি। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। সোমবারই ওই ব্যক্তিকে আলিপুর আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের দাবি, এস এন বসু রায় অ্যান্ড কোম্পানি নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র মূল্যায়ন ও ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল। গত মাসেই ওই সংস্থার দুই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই সময় সিবিআই সূত্রে খবর মিলেছিল, তাঁদের বাড়ি থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক-সহ বহু নথি বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুন: দীর্ঘ পথ পেরিয়ে বড়িশা সর্বজনীন পড়ল ৭৫ বছরে, তাই এ বার তাদের থিম ‘মাইলস্টোন’