Home খবর রাজ্য আদ্রা ডিভিশনে রোলিং ব্লকের জেরে একাধিক ট্রেন বাতিল ও দেরি, দুর্ভোগে যাত্রীরা

আদ্রা ডিভিশনে রোলিং ব্লকের জেরে একাধিক ট্রেন বাতিল ও দেরি, দুর্ভোগে যাত্রীরা

Adra-Division-Train-Cancellations

আবারও ব্যাহত হচ্ছে যাত্রী পরিষেবা দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৭ অগাস্ট থেকে রবিবার ১০ অগাস্ট পর্যন্ত রোলিং ব্লক রাখা হয়েছে আদ্রা ডিভিশনের একাধিক রেলপথে। এই কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেমু প্যাসেঞ্জার ট্রেন, পাশাপাশি কিছু এক্সপ্রেস ট্রেন চলবে পরিবর্তিত সময়ে।

এই সিদ্ধান্তে হাজার হাজার যাত্রীকে সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্যই এই ব্লক প্রয়োজনীয়।

বাতিল ট্রেনের তালিকা:

  • ৭ অগাস্ট (বৃহস্পতিবার): 68090/68089 আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার
  • ৮ অগাস্ট (শুক্রবার): 68079/68080 ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু প্যাসেঞ্জার
  • ১০ অগাস্ট (রবিবার): 68046/68045 আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার

বিলম্বিত ট্রেনের তালিকা:

  • ৮ ও ১০ অগাস্ট: 18035 খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস – খড়গপুর থেকে ছাড়বে ২ ঘণ্টা দেরিতে
  • ৯ অগাস্ট: 18036 হাটিয়া-খড়গপুর এক্সপ্রেস – হাটিয়া থেকে ছাড়বে ৩ ঘণ্টা দেরিতে
  • ১০ অগাস্ট: 18184 বক্সার-টাটানগর এক্সপ্রেস – বক্সার থেকে ছাড়বে ৯০ মিনিট দেরিতে

রেলের তরফ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে রেলের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকে সময়সূচি যাচাই করে নেওয়ার জন্য। যাত্রীস্বার্থে অস্থায়ী এই ব্যবস্থা হলেও, কর্মব্যস্ত দিনে ট্রেন বাতিল ও বিলম্ব যাত্রী দুর্ভোগ অনেকটাই বাড়াবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় বাধ্যতামূলক প্যাকেজ নয়, একদিনের জন্যও মিলবে হোটেল রুম: কড়া নির্দেশ প্রশাসনের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version