Homeখবররাজ্যরাজ্যে উপনির্বাচন নিয়ে নীরব রইলেন অমিত শাহ, ২০২৬ বিধানসভা ভোটকেই মূল লক্ষ্য

রাজ্যে উপনির্বাচন নিয়ে নীরব রইলেন অমিত শাহ, ২০২৬ বিধানসভা ভোটকেই মূল লক্ষ্য

প্রকাশিত

রাজ্যে আসন্ন উপনির্বাচন নিয়ে কোনও মন্তব্য না করেই, ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপির ক্ষমতা দখলের পরিকল্পনা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সল্টলেকের বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচির সূচনা করে শাহ একাধিক প্রসঙ্গ তোলেন, যেখানে বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিবেশে পরিবর্তন আনার কথাও তুলে ধরেন। তবে উপনির্বাচন নিয়ে কোনও মন্তব্য না করে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছেন তিনি।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। ওই ছয়টি আসনের বিধায়কেরা সাম্প্রতিক লোকসভা নির্বাচনে জয়ী হওয়ায় এই আসনগুলোতে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে পাঁচটিতে তৃণমূল এবং মাদারিহাটে বিজেপি জয়ী হয়েছিল। রাজ্যের সাধারণ কর্মীরা আশা করেছিলেন যে, শাহ উপনির্বাচনের আগেই কর্মীদের উজ্জীবিত করতে বিশেষ বার্তা দেবেন। তবে শাহের বক্তৃতায় উপনির্বাচনের কোনও প্রসঙ্গ না আসায় বিজেপির কর্মীদের একাংশ কিছুটা অবাকই হয়েছেন।

অমিত শাহ তাঁর বক্তৃতায় তৃণমূল সরকারের ‘অপশাসন’ এবং ‘দুর্নীতি’ নিয়েও কঠোর মন্তব্য করেন। আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে শাহ দাবি করেন যে, “২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের ঘটনা বন্ধ হবে।” এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “রাজ্যে ১ কোটি সদস্য সংগ্রহ করতে পারলে বিজেপি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে শাহের আক্রমণও ছিল সরাসরি।

পড়ুন: ‘স্টপ, থিঙ্ক, টেক অ্যাকশন’, ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা সম্পর্কে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদী

শাহের বক্তৃতা শেষে বিজেপির রাজ্য নেতৃত্ব যেমন সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারী রাজ্যে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। মিঠুন জানান, “লোকসভা নির্বাচনের ফলাফল আমাদের জন্য হতাশাজনক হলেও ১ কোটি সদস্য সংগ্রহের মাধ্যমে আমরা রাজ্যে বিজেপি মসনদ দখল করব।”

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে আসন্ন উপনির্বাচনের বিষয়ে শাহের নীরবতা একটি কৌশল হতে পারে। তিনি হয়তো রাজ্য নেতৃত্বকে আড়ালে পরামর্শ দিয়েছেন, তবে প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য এড়ানো দলের কৌশলগত একটি সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। 

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।