Home খবর রাজ্য সংখ্যালঘু বিতর্কে ফের উত্তাল বিধানসভা, নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার

সংখ্যালঘু বিতর্কে ফের উত্তাল বিধানসভা, নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার

0

সংখ্যালঘু বিতর্ক ঘিরে ফের উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা। বুধবার বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে তুমুল বচসা হয়। বিধানসভার ভেতরেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায় বিজেপি বিধায়করা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেন।

তিনি বলেন, “ধর্মের নামে কোনও জালিয়াতি করবেন না। বিভাজনের রাজনীতি করা চলবে না।” পাশাপাশি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে খোঁচা দিয়ে বলেন, “কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চায়, তাহলে কিছু বলার নেই।”

বিতর্কের সূত্রপাত শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু বিধায়কদের নিয়ে করা এক মন্তব্যকে ঘিরে। তৃণমূল এর নিন্দা প্রস্তাব আনতেই বিজেপি বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন। তার নিন্দা করে এ দিন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, “ওঁরা প্ল্যান করে কোনওদিন স্পিকার তো কোনওদিন মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। সংখ্যালঘু ভাই-বোনরা নিশ্চিন্তে থাকুন। মাইনরিটি মেজরিটি মিলিয়ে একসঙ্গে থাকুন। এটাই আমাদের সংস্কৃতি।”

বিরোধী দলনেতার নাম না করে মমতা বলেন, “যাঁরা জামাকাপড়ের মতো দলের আদর্শ বদলান, তাঁদের আমি লিডার মনে করি না।” চরম হট্টগোলের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে বিঁধে বলেন, “ইটস বেটার টু ইগনোর হিম।“ইটস বেটার টু ইগনোর হিম। কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল। এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।”

বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। এই আবহে তৃণমূল ও বিজেপির টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version