Homeখবররাজ্যভারতীয় মৎস্যজীবীদের লাঠিপেটা করা হয়েছে বাংলাদেশে, গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

ভারতীয় মৎস্যজীবীদের লাঠিপেটা করা হয়েছে বাংলাদেশে, গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

গঙ্গাসাগরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলাদেশের জেলে বন্দি থাকা ভারতীয় মৎস্যজীবীদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, “আমাদের মৎস্যজীবীদের জেলে লাঠিপেটা করা হয়েছে। ফলে কয়েকজনের কোমর থেকে পা পর্যন্ত চোট রয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা ৯৫ জন মৎস্যজীবীকে মুক্ত করে আনতে পেরেছি। তাঁদের অনেকে আহত অবস্থায় রয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে এক মৎস্যজীবী, ভয়ে লাফ দিয়ে মারা যান। তাঁর পরিবারকে আমরা ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছি। মুক্তিপ্রাপ্ত মৎস্যজীবীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমরা দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু মৎস্যজীবীরা পরিস্থিতির শিকার হচ্ছেন। তাঁদের সুরক্ষার জন্য আমরা একটি বিশেষ কার্ড চালু করেছি, যার মাধ্যমে তাঁদের অবস্থান ট্র্যাক করা যায়। এই উদ্যোগের ফলে আমরা জানতে পারি যে তাঁরা কোন জায়গায় আটক রয়েছেন এবং মুক্তির জন্য উদ্যোগ নিতে পারি।”

মুখ্যমন্ত্রী সতর্ক করেন মৎস্যজীবীদের, “জলের মধ্যে অনেক সময় সীমানা বুঝতে না পারলেও, মহাজন ও ট্রলার মালিকদের বলব যাতে সীমানা অতিক্রম না করা হয়। এতে দুই দেশের মধ্যে অশান্তি এড়ানো সম্ভব হবে। বাংলাদেশের ট্রলার এখানে ঢুকে গেছিল। তাঁদের আমরা চিকিৎসা করাই, যত্ন করে রেখেছিলাম। তখন ওঁরা বুঝতে পেরেছে।”

এছাড়াও, মৎস্যজীবীদের কল্যাণে রাজ্য সরকারের নেওয়া ‘সমুদ্র সাথী’ প্রকল্পের কথা উল্লেখ করেন মমতা। তিনি জানান, “এই প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন।”

মুখ্যমন্ত্রীর এই অভিযোগ দুই দেশের সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।