Homeখবররাজ্যবাংলাদেশে রবীন্দ্র ভবন ভাঙচুরের আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার

বাংলাদেশে রবীন্দ্র ভবন ভাঙচুরের আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার

প্রকাশিত

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থাপত্যে হামলার ঘটনার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। সূত্রের খবর, সোমবার বিকেল নাগাদ এই সাক্ষাৎ হতে পারে নবান্নে

রবিবারই কলকাতায় এসে পৌঁছেছেন বাংলাদেশের হাইকমিশনার। যদিও বৈঠকের সময় এখনও চূড়ান্ত হয়নি বলে হাইকমিশন সূত্রে জানানো হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক “অত্যন্ত তাৎপর্যপূর্ণ” হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশের সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে সম্প্রতি হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনার নিন্দা করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।

তাঁর সেই চিঠিতে উঠে এসেছিল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গও। বিশেষ করে, হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা, মনীষীদের অপমান এবং সংস্কৃতির উপর আঘাত নেমে এসেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

এই পরিস্থিতিতে বাংলাদেশের হাইকমিশনারের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, শুধু রবীন্দ্র ভবন ভাঙচুরই নয়, গোটা ভারত-বাংলাদেশ সম্পর্ক, বাংলার সঙ্গে সংযুক্ত ঐতিহ্য ও কূটনৈতিক আলোচনার দিক থেকেও এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।