Homeখবররাজ্যবাংলাদেশের ইলিশ এ বার আরও বেশি মিলবে রাজ্যের বাজারে

বাংলাদেশের ইলিশ এ বার আরও বেশি মিলবে রাজ্যের বাজারে

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: দুর্গাপুজোর মরশুমে ও-পার বাংলা থেকে প্রায় ৪০০০ টন ইলিশ আসবে এ-পার বাংলায়। বাংলাদেশ সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক এ ব্যাপারে বুধবার এক নির্দেশিকা জারি করেছে।

ওই নির্দেশিকায় ঢাকা, খুলনা, পাবনা, যশোর এবং চট্টগ্রামের ৭৯ জন মাছ রফতানিকারকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এরা প্রত্যেকে ৫০ টন করে ইলিশ পাঠাবে পশ্চিমবঙ্গে।     

নির্দেশিকা জারি করেছেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের রফতানি শাখার ডেপুটি সেক্রেটারি মোহম্মদ জাকির হোসেন। নির্দেশিকায় জানানো হয়েছে, যে নির্দিষ্ট পরিমাণ ইলিশ প্রত্যেক রফতানিকারককে পশ্চিমবঙ্গে পাঠাতে বলা হয়েছে তার বেশি তারা পাঠাতে পারবে না। অর্থাৎ প্রত্যেকে ৫০ টন করেই ইলিশ পাঠাতে পারবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকার যদি মনে করে তা হলে যে কোনো সময়ে ইলিশ রফতানি বন্ধ করে দিতে পারবে।

এ বার আসছে প্রায় ১১০০ টন বেশি

ইলিশ রফতানির উপরে বাংলাদেশে পুরো নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানোর ক্ষেত্রে ২০১৯ থেকে ওই নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হচ্ছে। সে বছর থেকে প্রতি বছর বাংলাদেশ পুজোর মরশুমে পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিয়ে আসছে।     

২০১৯-এ বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ এসেছিল। প্রতি বছরই পুজো-উপহারের পরিমাণ বাড়ছে। গত বার এসেছিল ২৯০০ টন। এ বার তা বেড়ে হচ্ছে প্রায় ৪০০০ টন। অর্থাৎ এ বছর প্রায় ১১০০ টন বেশি ইলিশ আসছে বাংলাদেশ থেকে।

কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেট্রারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেছেন, “বৃহস্পতিবার থেকে ইলিশের আমদানি শুরু হবে। বাংলাদেশ সরকার যে ‘ডেডলাইন’ ঠিক করে দিয়েছে সেই অনুসারে ৩০ অক্টোবরের মধ্যে ইলিশ আমদানির গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।”

কলকাতার ইলিশ আমদানিকারকরা জানিয়েছেন, প্রথমে হাওড়া ও কলকাতার পাইকারি বাজারে মাছ আসবে। তার পর রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে মাছ চলে যাবে। আশা করা যায় রবিবার নাগাদ বাংলাদেশের ইলিশ বাজারে পৌঁছে যাবে।         

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

বাংলাদেশে ৪ জেলায় কার্ফু শিথিল হলেও গ্রেফতারি অব্যাহত, মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে তৈরি হওয়া অশান্তি এখনও পুরোপুরি কাটেনি। ঢাকার রাজপথে পুলিশি টহল এবং সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় হাসিনার সরকার।

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন। চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা ২০২৫ সালে এক লক্ষ টাকায় পৌঁছাবে। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?