Homeরাজ্যবাঁকুড়ালুপ লাইনে ঢুকে বাঁকুড়ায় ২ মালগাড়ির সংঘর্ষ, লাইনচ্যুত ১২টি বগি

লুপ লাইনে ঢুকে বাঁকুড়ায় ২ মালগাড়ির সংঘর্ষ, লাইনচ্যুত ১২টি বগি

প্রকাশিত

ফের লুপ লাইনে ঢুকে ট্রেন দুর্ঘটনা। এ বার বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দু’টি মালগাড়ির সংঘর্ষ। রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ফিরে এল কয়েক সপ্তাহ আগে ওড়িশার বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মৃতি।

রবিবার সাতসকালে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে সজোরে ধাক্কা দিল অন্য একটি মালগাড়ি। এই সংঘর্ষের ফলে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওয়াগনের উপর উঠে যায় অন্য মালগাড়ির ইঞ্জিন। ফিরল ওড়িশার বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের সেই রক্তাক্ত দুর্ঘটনার স্মৃতি।

ঘটনায় প্রকাশ, ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ছিল। এদিকে সেই সময় ওই একই লাইনে আরও একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। তখনই দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

বিষ্ণুপুরের দিকে যাওয়া মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। জানা গিয়েছে, দুই মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে এই দুর্ঘটনার ফলে।

দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয়রাই দুই মালগাড়ির চালকদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে একটি মালগাড়ির চালক সামান্য আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই দুর্ঘটনার জেরে ছিঁড়ে যায় ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছান রেলের সিনিয়র ডিভিশনাল সেফ্‌টি অফিসার দিবাকর মাঝি। দুর্ঘটনার কারণ কী এবং কীভাবে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

এর পর দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মণীশ কুমার ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছেন, সম্ভবত মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই সিগন্যাল দেখতে পাননি তিনি।

উল্লেখ্য, গত ২ জুন ওড়িশার বালেশ্বরে বাহানাগা স্টেশনের কাছে হাওড়ার শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সংঘর্ষে প্রায় ২৯১ জনের মৃত্যু হয়। বিস্তারিত পড়ুন এখানে ক্লিক করে: বালেশ্বর ট্রেন দুর্ঘটনা

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

রুখাশুখা বাঁকুড়ায় দেখা মিলল আমাজনের জঙ্গলের পতঙ্গভুক উদ্ভিদের

রুখাশুখা অঞ্চল বলে পরিচিত পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া। বাঁকুড়ার জঙ্গলে শুষ্ক পর্ণমোচী গোত্রের গাছের দেখা...

বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে শুরু হয়েছে তিন দিনের ‘সয়লা’ উৎসব

ইন্দ্রাণী সেন বোস বাঁকুড়া: “উপরে খ‌ই নীচে দ‌ই, তুই আমার চিরকালের স‌ই” – আমৃত্যু বন্ধুত্বের...

‘জাস্টিস ফর আরজি কর’-এর দাবিতে শামিল বাঁকুড়ার আকুই গ্রাম, যুবসমাজের উদ্যোগে মৌন মিছিল   

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে উত্তাল রাজ্য।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে