Homeখবররাজ্যবসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণ

বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণ

প্রকাশিত

বসিরহাট: প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। বুধবার দুপুরে নিজের বসিরহাটের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে তিনি যকৃতের ক্যানসারে ভুগছিলেন।

হাজি নুরুল ইসলামের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং সাফল্যের। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে সাংসদ হয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্ব এবং জনসংযোগ দক্ষতা তাঁকে বসিরহাটে ব্যাপক জনপ্রিয় করে তোলে। একজন সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে তিনি এলাকার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে হাজি নুরুল ইসলাম মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, সেইবার তিনি পরাজিত হন। এর পর থেকে তিনি কিছুটা সময়ের জন্য কেন্দ্রীয় রাজনীতি থেকে দূরে সরে যান। কিন্তু তাঁর রাজনৈতিক জীবন এখানেই থেমে থাকেনি।

২০১৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়ান এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। সেই সময় হাড়োয়ার তৎকালীন বিধায়ক জুলফিকার আলিকে প্রার্থী না করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নুরুল ইসলামকে প্রার্থী করেন। এটি রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে। ২০১১ সালে মাত্র ১২০০ ভোটের ব্যবধানে জয়ী হওয়া হাড়োয়ার আসনটি নুরুল ইসলাম ২০১৬ সালে ৪৩,০০০ ভোটের ব্যবধানে জয় করেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করে। সেই নির্বাচনে বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থী হন অভিনেত্রী নুসরত জাহান, যিনি নির্বাচনে বিজয়ীও হন। তবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই পুনরায় হাজি নুরুল ইসলাম বসিরহাট থেকে প্রার্থী হন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। তাঁর রাজনৈতিক দক্ষতা এবং জনসংযোগের ক্ষমতা তাঁকে বসিরহাটে এক জনপ্রিয় নেতায় পরিণত করেছিল।

হাজি নুরুল ইসলামের মৃত্যুতে তৃণমূল কংগ্রেসে এবং তাঁর সমর্থকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এই রাজনৈতিক নেতার প্রয়াণে বসিরহাটসহ সমগ্র তৃণমূল কংগ্রেস শোকস্তব্ধ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।