Homeখবররাজ্যবসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণ

বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণ

প্রকাশিত

বসিরহাট: প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। বুধবার দুপুরে নিজের বসিরহাটের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে তিনি যকৃতের ক্যানসারে ভুগছিলেন।

হাজি নুরুল ইসলামের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং সাফল্যের। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে সাংসদ হয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্ব এবং জনসংযোগ দক্ষতা তাঁকে বসিরহাটে ব্যাপক জনপ্রিয় করে তোলে। একজন সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে তিনি এলাকার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে হাজি নুরুল ইসলাম মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, সেইবার তিনি পরাজিত হন। এর পর থেকে তিনি কিছুটা সময়ের জন্য কেন্দ্রীয় রাজনীতি থেকে দূরে সরে যান। কিন্তু তাঁর রাজনৈতিক জীবন এখানেই থেমে থাকেনি।

২০১৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়ান এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। সেই সময় হাড়োয়ার তৎকালীন বিধায়ক জুলফিকার আলিকে প্রার্থী না করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নুরুল ইসলামকে প্রার্থী করেন। এটি রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে। ২০১১ সালে মাত্র ১২০০ ভোটের ব্যবধানে জয়ী হওয়া হাড়োয়ার আসনটি নুরুল ইসলাম ২০১৬ সালে ৪৩,০০০ ভোটের ব্যবধানে জয় করেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করে। সেই নির্বাচনে বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থী হন অভিনেত্রী নুসরত জাহান, যিনি নির্বাচনে বিজয়ীও হন। তবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই পুনরায় হাজি নুরুল ইসলাম বসিরহাট থেকে প্রার্থী হন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। তাঁর রাজনৈতিক দক্ষতা এবং জনসংযোগের ক্ষমতা তাঁকে বসিরহাটে এক জনপ্রিয় নেতায় পরিণত করেছিল।

হাজি নুরুল ইসলামের মৃত্যুতে তৃণমূল কংগ্রেসে এবং তাঁর সমর্থকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এই রাজনৈতিক নেতার প্রয়াণে বসিরহাটসহ সমগ্র তৃণমূল কংগ্রেস শোকস্তব্ধ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

ধর্মেন্দ্র হাসপাতালে, হেমা মালিনী জানালেন পর্যবেক্ষণে রয়েছেন

খবর অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে...

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।