Homeখবররাজ্যজায়গার অভাবে ভুগছে বেলুড় শ্রমজীবী হাসপাতাল, সংলগ্ন সরকারি জমিতে প্রোমোটারের নজর

জায়গার অভাবে ভুগছে বেলুড় শ্রমজীবী হাসপাতাল, সংলগ্ন সরকারি জমিতে প্রোমোটারের নজর

প্রকাশিত

বেলুড় শ্রমজীবী হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে। জায়গার অভাবে শ্রমজীবী বহু বিভাগ খুলতে পারছে না বলে জানা গিয়েছে। এরই মধ্যে হাসপাতাল সংলগ্ন সরকারি জমিতে প্রোমোটারের নজর পড়েছে বলে অভিযোগ।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বেলুড় ইন্দো-জাপান কারখানা এবং গ্র্যান্ড স্মিথি কারখানা উঠে যাওয়ার পর আইনত ওই জমি সরকারের। ২০১০ সালে বাম সরকারের কাছে, পরে ২০১১ সালে বর্তমান সরকারের কাছে শ্রমজীবী হাসপাতাল ওই সরকারি খাস জমি তাদের দেওয়ার জন্য আবেদন করে। ওই জমিতে শ্রমজীবী একটি ৩০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবে।

অভিযোগ, ১৯৯৭ সাল থেকেই প্রোমোটার ওই জমি গ্রাস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি ভূমি দফতরের আমলারা প্রোমোটারকে মদত দিয়ে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

এ দিকে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রাথমিক পরামর্শ সরকার যাতে একটা অংশে শ্রমজীবী হাসপাতালের সঙ্গে দীর্ঘকালীন পরিকল্পনার প্রস্তুতি নেয়। একাংশের অভিযোগ, কিন্তু ভূমি দফতর এ ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং বাকি জমি প্রোমোটারের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর-এর তরফে জানানো হয়েছে, সারা দেশে কর্পোরেটের হাতে এবং স্থানীয় স্তরে জমি মাফিয়াদের হাতে জমি তুলে দিতে এ ধরনের জনবিরোধী পরিকল্পনা নিন্দনীয়। সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক রঞ্জিত শূর একটি প্রেস বিবৃতিতে জানান, “সাধারণ মানুষের স্বার্থে সরকারি অথবা খাসজমি ব্যবহারের লক্ষ্যে অবিলম্বে বেলুড় শ্রমজীবী হাসপাতালের হাতে ওই জমি হস্তান্তরের দাবি জানাচ্ছি। বেলুড়ে এই দাবিতে গড়ে ওঠা আন্দোলনকেও এপিডিআর পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানাচ্ছে।”

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...