Homeখবররাজ্যনির্ধারিত সময়ের আগেই শীতের দাপট জোরদার, কলকাতায় তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি, আরও নামবে...

নির্ধারিত সময়ের আগেই শীতের দাপট জোরদার, কলকাতায় তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি, আরও নামবে পারদ

প্রকাশিত

নির্ধারিত সময়ের অনেক আগেই রাজ্যে জোরদার ঠান্ডা পড়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট আরও বাড়বে।

উত্তুরে হাওয়ায় পারদপতনের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নেওয়ায় শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে।

কুয়াশার সতর্কতা

দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ঘন কুয়াশার ফলে সড়ক ও বিমান চলাচলে সমস্যা হতে পারে। কিছু এলাকায় দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

পশ্চিম ও উত্তরবঙ্গে শীতের দাপট বাড়ছে

উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের মতো জায়গাগুলিতে ঠান্ডা বেড়েছে, তবে পশ্চিমের পুরুলিয়া ও ঝাড়গ্রাম শীতলতায় উত্তরকে টেক্কা দিচ্ছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমবে বলে পূর্বাভাস।

কলকাতার শীতের অভিজ্ঞতা

কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি গত কয়েকদিন ধরে বাড়ছে। সকাল থেকে শীতল হাওয়ার সঙ্গে সূর্যের আলোর অভাবে ঠান্ডা অনুভূতি আরও বেশি হচ্ছে।

আবহাওয়া দফতর থেকে জনগণকে কুয়াশার সময় সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে, ভোরের দিকে ঘন কুয়াশার সময়ে দূরপাল্লার যানবাহন চালকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বাসের রেষারেষি রুখতে এ বার মোবাইল অ্যাপ, বেলাগাম গতিতে ড্রাইভারের কাছে ‘রেড অ্যালার্ট’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।