Homeখবররাজ্যভোটের মুখে বাংলায় দু’টি 'স্লিপার' বন্দে ভারত, দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালুর...

ভোটের মুখে বাংলায় দু’টি ‘স্লিপার’ বন্দে ভারত, দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালুর সম্ভাবনা

প্রকাশিত

২০২৬ সালের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে রেল উপহার দিতে চলেছে কেন্দ্র। শীঘ্রই রাজ্যে আসছে দু’টি অত্যাধুনিক স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রথম দেশে চালু হতে চলেছে এই ধরনের বন্দে ভারত, যা চলবে নিউদিল্লি-হাওড়া এবং নিউদিল্লি-শিয়ালদহ রুটে। রেলবোর্ড ইতিমধ্যেই পরিকল্পনার কাজ চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রকের শীর্ষ সূত্র এমনই ইঙ্গিত দিয়েছে।

বর্তমানে দিল্লি থেকে হাওড়া ও শিয়ালদহের পথে চলা রাজধানী এক্সপ্রেসগুলিতেই এই স্লিপার বন্দে ভারত সংযোজিত হবে বলে প্রাথমিক পরিকল্পনা। তবে রাজধানী এক্সপ্রেসের স্বাভাবিক যাত্রী পরিষেবায় তার কোনও প্রভাব পড়বে না বলে রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

দিল্লি-বাংলা রুটেই দেশের প্রথম স্লিপার বন্দে ভারত!

এই মুহূর্তে দেশের কোনও রুটেই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়নি। জম্মু-শ্রীনগর রুটে এই ধরনের ট্রেন চালানোর পরিকল্পনা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য কাশ্মীরে গিয়ে শ্রীনগর-কাটরা রুটে দু’টি চেয়ার কার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেও স্লিপার সংস্করণ চালু হয়নি।

ফলে দিল্লি থেকে বাংলার রুটেই দেশের প্রথম স্লিপার বন্দে ভারত চালু হওয়ার সম্ভাবনা প্রবল। রেল বোর্ড সূত্রে খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত সরকারি ঘোষণা হতে চলেছে।

আরও তিনটি রুটেও ভাবনা চলছে

দিল্লি-হাওড়া এবং দিল্লি-শিয়ালদহ ছাড়াও আরও তিনটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা রয়েছে রেলমন্ত্রকের। সেগুলি হল—

  • দিল্লি-পুনে
  • দিল্লি-মুম্বই
  • দিল্লি-সেকেন্দ্রাবাদ

এই রুটগুলিতে বর্তমানে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির গতি ঘণ্টায় ১৬০ কিমি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ভোটমুখী বাংলায় রেল প্রকল্পের বার্তা

এই মুহূর্তে বাংলায় যে ক’টি বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, সবকটিই চেয়ার কার। স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় এখনও পর্যন্ত আসেনি। ফলে ভোটের মুখে রেল মন্ত্রকের এই পরিকল্পনা রাজ্যবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার নির্বাচনে সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও বড় হার আরজেডি-র! মাত্র ২৫ আসন— কেন হল এমন?

বিহার নির্বাচনে RJD-র ভোটশেয়ার ছিল সর্বোচ্চ ২৩%, তবু মাত্র ২৫ আসনে জয়। কেন সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও জিততে পারল না RJD? বিশদ বিশ্লেষণ।

জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ: ৯ জন নিহত, ৩২ জন আহত

খবর অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন...

ভোরে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, গুদাম ছাড়িয়ে ছড়াল আবাসনে, ২৩টি ইঞ্জিনে আগুন নেভানোর চেষ্টা

কলকাতার এজ়রা স্ট্রিটে ভোরবেলা গুদামে ভয়াবহ আগুন। ২৩টি ইঞ্জিনে লড়াই দমকলের। আগুন ছড়িয়েছে আশপাশের বাড়িতেও। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

আরও পড়ুন

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”