Homeখবররাজ্য২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায়...

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

প্রকাশিত

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আবারও শুরু হচ্ছে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া। তার প্রস্তুতি হিসেবেই নির্বাচন কমিশন (EC) রাজ্যের ভোটার তালিকার এক নজিরবিহীন মানচিত্র তৈরি করেছে — যাতে তুলনা করা হয়েছে ২০০২ সালের বিশেষ তালিকা সংশোধনের (SIR 2002) সময়কার ভোটার তালিকা এবং বর্তমান ২০২৫ সালের ভোটার তালিকাকে।

এই তুলনামূলক বিশ্লেষণে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের সাতটি জেলায় ৫১.৩% থেকে ৬৫.২% ভোটারের নাম উভয় তালিকাতেই রয়েছে। অর্থাৎ, রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি ভোটার দুই সময়ের তালিকায় সাধারণভাবে চিহ্নিত।

সবচেয়ে বেশি নামের মিল পাওয়া গিয়েছে কালিম্পংয়ে (৬৫.২%), এরপর পশ্চিম মেদিনীপুরে (৬২.৯%) এবং পুরুলিয়ায় (৬১.২%)। অন্যদিকে, সর্বনিম্ন মিল পাওয়া গিয়েছে ঝাড়গ্রামে (৫১.৩%), তার উপরে রয়েছে আলিপুরদুয়ার (৫৩.৭%)। কলকাতার উত্তর বিভাগে এই মিলের হার ৫৫.৩% বলে জানিয়েছে কমিশন।

এই তথ্যগুলি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করা হয়েছে

ভোটার তালিকা মিললে সহজ হবে পরবর্তী প্রক্রিয়া

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, যেসব ভোটারের নাম দুই তালিকাতেই রয়েছে, তাঁদের সন্তানরা SIR প্রক্রিয়ার সময় কঠোর যাচাইয়ের ধাপগুলি এড়াতে পারবেন। পিতামাতার ভোটার আইডি দেখিয়েই তাঁরা সহজেই নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। অন্যদের তুলনায় এই প্রক্রিয়া হবে অনেক সরল।

ঝাড়গ্রামে নামের মিল সবচেয়ে কম: মুখ্য নির্বাচনী আধিকারিক

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ঝাড়গ্রামে নামের মিল সবচেয়ে কম কারণ ২০০২ সালে SIR হওয়ার সময় জেলায় বহু আদিবাসীর কোনও পরিচয়পত্রই ছিল না।

 তবে তিনি আশ্বস্ত করে বলেন, “নতুন SIR প্রক্রিয়ায় সব প্রকৃত ভোটারের নামই অন্তর্ভুক্ত করা হবে, এমনকি যাঁদের নাম ২০০২ সালের তালিকায় ছিল না বা যাঁদের পিতামাতার নাম মেলেনি, তাঁদেরও।”

আগরওয়াল আরও বলেন, “অনেক ভোটার ১৯৯৫ সালে EPIC (Electors Photo Identity Card) পেয়েছিলেন, কিন্তু ২০০২ সালের তালিকায় তাঁদের নাম ছিল না। তাই এই নিয়ে আতঙ্কের কিছু নেই। বিকল্প নথি থাকলেই নাম অন্তর্ভুক্ত করা যাবে।”

 উত্তর ২৪ পরগনায় উঠল নতুন প্রশ্ন

সম্প্রতি রাজারহাটে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে বৈঠকে অংশ নেন উত্তর ২৪ পরগনার একাধিক ব্লক লেভেল অফিসার (BLO)। তাঁদের অভিযোগ, ২০০২ সালের তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের অনেকের নামই সর্বশেষ ভোটার তালিকায় আর নেই।

এনিয়ে নির্বাচন কমিশনের তরফে নতুনভাবে যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে, যাতে কোনও প্রকৃত ভোটার বাদ না পড়েন।

আরও পড়ুন: ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।

দক্ষিণে রোদ, উত্তরে হালকা কুয়াশা! আপাতত বৃষ্টি নেই, মনোরম হাওয়ায় স্বস্তি বঙ্গবাসীর

বঙ্গের আকাশে আপাতত কোনও বৃষ্টি নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া।...