Homeখবররাজ্যদক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

প্রকাশিত

দক্ষিণবঙ্গের গরম ও শুষ্ক আবহাওয়ার অবসান ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও শুরু হবে অতি ভারী বৃষ্টি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপ থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি

মঙ্গলবার দক্ষিণবঙ্গের তেমন কোনও সতর্কতা না থাকলেও বুধবার থেকে ফের বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস

উত্তরবঙ্গের সতর্কতা

উত্তরবঙ্গেও শুরু হয়েছে ভারী বৃষ্টি। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ঝড়বৃষ্টি চলবে। বুধবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে একই পরিস্থিতি বজায় থাকবে।

তাপমাত্রার অস্বস্তি

বৃষ্টির আগেই শহর জুড়ে বেড়েছে গরমের দাপট। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।

সব মিলিয়ে, সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। বিশেষত উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

আরও পড়ুন

নেপালে উত্তেজনা, ইন্দো-নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা; মমতার নির্দেশে জরুরি বৈঠক

নেপালের অস্থির পরিস্থিতিতে ইন্দো-নেপাল সীমান্তে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে এসএসবি ও রাজ্য পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক। সতর্ক সব থানাও।

রোগীমৃত্যুর পর আর দেহ আটকে রাখা যাবে না, কড়া নির্দেশ স্বাস্থ্য কমিশনের

রোগীমৃত্যুর পর পাঁচ ঘণ্টার মধ্যে দেহ ছাড়তেই হবে। টাকার কারণে মৃতদেহ আটকে রাখলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, এমনকি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্য কমিশনের।

৮ বছর ৯ মাস পর নবম-দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বসেছেন ৩.২ লক্ষ পরীক্ষার্থী, ১০ শতাংশ ভিন রাজ্যের

২০১৬ সালের দুর্নীতির পর ফের অনুষ্ঠিত হল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। রাজ্যের ৬৩৬ কেন্দ্রে বসেছেন ৩.১৯ লক্ষ পরীক্ষার্থী। শীর্ষ আদালতের নির্দেশে ‘দাগি’ প্রার্থীরা বাদ।