দক্ষিণবঙ্গের গরম ও শুষ্ক আবহাওয়ার অবসান ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও শুরু হবে অতি ভারী বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপ থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
মঙ্গলবার দক্ষিণবঙ্গের তেমন কোনও সতর্কতা না থাকলেও বুধবার থেকে ফের বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের সতর্কতা
উত্তরবঙ্গেও শুরু হয়েছে ভারী বৃষ্টি। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ঝড়বৃষ্টি চলবে। বুধবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে একই পরিস্থিতি বজায় থাকবে।
তাপমাত্রার অস্বস্তি
বৃষ্টির আগেই শহর জুড়ে বেড়েছে গরমের দাপট। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।
সব মিলিয়ে, সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। বিশেষত উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।