Homeরাজ্যবীরভূমখনি প্রকল্পের ভিত পুজো হল ডেউচা-পাঁচামিতে, চাকরির দাবিতে জমিদাতাদের বিক্ষোভ

খনি প্রকল্পের ভিত পুজো হল ডেউচা-পাঁচামিতে, চাকরির দাবিতে জমিদাতাদের বিক্ষোভ

প্রকাশিত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন, বৃহস্পতিবার থেকেই শুরু হবে ডেউচা-পাঁচামি কয়লা খনির কাজ। সেই মতোই এদিন সকালে ভিত পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়। তবে এই প্রকল্প ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। জমিদাতাদের একাংশ সরকারি চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

বীরভূমের মহম্মদবাজার ব্লকের চাঁদা মৌজার সরকারি ‘ভেস্টেড ল্যান্ড’-এ প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক বিধান রায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সরকারি জমিতে খনন কাজ শুরু হয়েছে। কাউকে উচ্ছেদ করা হচ্ছে না, এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গাছ প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে।”

তবে খনি প্রকল্পের কাজ শুরু হতেই জমিদাতাদের একাংশ দাবি তোলে, সরকার যেন আগে চাকরির প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। স্থানীয় এক জমিদাতা নিটু শেখ সংবাদমাধ্যমকে বলেন, “শিল্প হলে আমাদের ভালো, কর্মসংস্থান হবে। কিন্তু সরকারের উচিত জমিদাতাদের আগে চাকরি দেওয়া, তাহলে আমরা আরও আশ্বস্ত হতে পারব।”

একই সুরে স্থানীয় আলি হোসেন জানান, “এক বছর আগে জমির কাগজ জমা দিয়েছি, কিন্তু এখনও চাকরি পাইনি। আমরা শিল্পের বিরোধিতা করছি না, কিন্তু চাকরির নিশ্চয়তা চাই।”

এই প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় বলেন, “চাকরির আবেদন যাঁরা আগে করেছেন, তাঁরা আগে পাচ্ছেন। খনি প্রকল্পে স্থানীয়দেরই কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।” পুলিশ সুপার আমনদীপও জানিয়েছেন, “কিছুটা অসন্তোষ দেখা দিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয়দের অগ্রাধিকার দিয়েই সব সুবিধা নিশ্চিত করা হবে।”

প্রকল্পের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, “ডেউচা-পাঁচামি প্রকল্প বাংলার শিল্পায়নের গতিপথ বদলে দেবে। এখানে বিপুল পরিমাণ কয়লা ও ব্যাসল্ট রয়েছে, যা রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

প্রাথমিক পর্যায়ে ৩২৬ একর জমিতে খোলা মুখ খনির কাজ শুরু হচ্ছে, যেখানে ৩৫,০০০ কোটি টাকার লগ্নির সম্ভাবনা রয়েছে। সরকারের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব কয়লা উত্তোলন শুরু করা। শিল্পমহলও এই প্রকল্পকে স্বাগত জানিয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

ভিনরাজ্যে ‘অত্যাচারিত’ পরিযায়ীদের বাংলায় ফেরার আহ্বান মমতার, তৈরি হচ্ছে বিশেষ প্রকল্প

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলায় ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার। রাজ্যে ফিরলে রেশন, স্বাস্থ্যসাথী, স্কুলে ভর্তি–সব নিশ্চিত করবে সরকার।