Homeরাজ্যবীরভূমদেউচা পাচামি প্রকল্পে 'ধীরগতি', মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর সরেজমিনে মুখ্যসচিব

দেউচা পাচামি প্রকল্পে ‘ধীরগতি’, মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর সরেজমিনে মুখ্যসচিব

প্রকাশিত

বীরভূমের দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের কাজে ধীরগতি এবং জমি অধিগ্রহণ নিয়ে উদাসীনতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। নবান্নের প্রশাসনিক বৈঠকে এই প্রসঙ্গে জেলা প্রশাসনের ওপর কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, “সাত দিনের মধ্যে সমস্ত সমস্যা মেটাতে হবে।” এই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার দেউচা পাচামির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বীরভূমের মহম্মদবাজারে পৌঁছালেন মুখ্যসচিব মনোজ পন্থ।

মুখ্যসচিবের সঙ্গে ছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিদ্যুৎ উন্নয়ন নিগমের সচিব পিবি সেলিম এবং জেলার অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। সকালেই তাঁরা বোলপুর স্টেশনে এসে মহম্মদবাজার পঞ্চায়েত সমিতি দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে দেউচা পাচামি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, এডিজি (পশ্চিমাঞ্চল) অশোক প্রসাদ, ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিংহ, এবং জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়।

বৈঠকের পর স্থানীয় আদিবাসী জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যসচিব ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি প্রকল্প দেউচা পাচামির জন্য বহু মানুষ এখনও জমি দিতে রাজি হননি। জমি অধিগ্রহণ হলেও সঠিক মূল্য ও চাকরির প্রতিশ্রুতি না মেলার অভিযোগ রয়েছে। স্থানীয় আদিবাসী সংগঠনগুলি এই প্রকল্পের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।

মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করব।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়দের আস্থা অর্জনই এখন সরকারের মূল লক্ষ্য।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

ভিনরাজ্যে ‘অত্যাচারিত’ পরিযায়ীদের বাংলায় ফেরার আহ্বান মমতার, তৈরি হচ্ছে বিশেষ প্রকল্প

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলায় ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার। রাজ্যে ফিরলে রেশন, স্বাস্থ্যসাথী, স্কুলে ভর্তি–সব নিশ্চিত করবে সরকার।