কলকাতা: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। এ বার ফলাফলের দিন ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন, মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বসেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। খুঁটিয়ে দেখা হচ্ছে প্রতিটি পরীক্ষাকেন্দ্র। পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি নিয়ে আমরা যথেষ্ট সতর্ক।”
জানা যাচ্ছে, মোট ২৮৬৭টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ৪০,০০০-এরও বেশি পরীক্ষক এবং ৩৫,০০০-এরও বেশি পরিদর্শক। কোনো ভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় সে দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কেন্দ্রের বাইরে মোতায়ন করা হবে পুলিশ।
চলতি বছরে পরীক্ষায় বসবেন প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী। অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে এ বার আরও সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘সিক রুম’-এর ব্যবস্থা করা হচ্ছে। থাকবেন স্বাস্থ্যকর্মীরা। এমনকি সচেতন থাকতে বলা হয়েছে পরীক্ষাকেন্দ্র নয়, এমন সব স্কুলের প্রধানদেরও।