প্রাথমিকে ১২,০০০ নিয়োগ শুরু এপ্রিলে, তার পরেই এসএসসি-তে, জানালেন ব্রাত্য বসু

0
ব্রাত্য বসু
ব্রাত্য বসু। ফাইল ছবি

কলকাতা: প্রাথমিকে নতুন ১২ হাজার নিয়োগের কথা শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে এসএসসি-র সমস্ত বিভাগে দ্রুত নিয়োগ হবে বলে জানালেন তিনি।

একটি সাক্ষাৎকারে বুধবার ব্রাত্য বলেন, “আমার কাছে যা খবর তাতে প্রাইমারিতে ১২ হাজার নিয়োগ সম্পন্ন হয়ে যাবে এপ্রিলেই। বড়জোর সেটা মে মাস হতে পারে। শূন্যপদ আমরা চিহ্নিত করেছি। সেটা আমরা বোর্ডকে পাঠিয়েছি। আমার মনে হয় যথেষ্ট পরিমাণে চাকরি প্রাথমিকে হবে”।

একই সঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “এর পর এসএসসি-র মাধ্যমে প্রধান শিক্ষক থেকে সমস্ত স্তরে নিয়োগ হবে। মে মাসের মধ্যেই প্রধান শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে। তার পর ধাপে ধাপে একাদশ-দ্বাদশ, নবম-দশম ও ষষ্ঠ-অষ্টম শ্রেণির নিয়োগ হবে। ইতিমধ্যে পুরনো প্যানেলের প্রার্থীদের নিয়োগ শুরু হয়েছে”।

উল্লেখ্য, গত ডিসেম্বরে টেট পরীক্ষা হয়েছিল। বেশ কয়েকবছর জটিলতার পর শেষপর্যন্ত সেই পরীক্ষা নেওয়া গিয়েছে। তার ভিত্তিতেই নিয়োগ শুরু হবে এপ্রিল থেকে।

আরও পড়ুন: রাজ্যে আরও ৪১ লক্ষ কর্মসংস্থান! নবান্নের শিল্প বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন