কলকাতা: টেট পরীক্ষায় ভুল প্রশ্ন মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রায় ঘোষণা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২০১৪ সালের টেটে ৬টি ভুল প্রশ্নের উত্তর যে সব পরীক্ষার্থী দিয়েছেন, তাঁদের প্রত্যেককেই নম্বর দিতে হবে।
২০১৪ সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত তার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগ জানিয়ে ২০১৮ সালে হাই কোর্টে মামলা করেন ১৭৫ জন পরীক্ষার্থী। সেই মামলায় উচ্চ আদালতের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় একটি তদন্ত কমিটি তৈরি করে তদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে পরীক্ষার্থীদের অতিরিক্ত ৬ নম্বর দিতে নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরবর্তীকালে ওই মামলায় আরও বেশ কয়েকজন মামলাকারী হিসাবে যুক্ত হন।
ঘটনা পরম্পরায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে পরাজিত হন মামলাকারীরা। এর পর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ২০১৯ সালের ১ এপ্রিল মামলা কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সেই মামলা এত দিন বিচারাধীন ছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার তার রায় ঘোষণা করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
বিস্তারিত আসছে…
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

