কলকাতা: বিপাকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যের এক লক্ষ টাকা জরিমানা সংক্রান্ত হাইকোর্টের একক বেঞ্চের রায়কেই বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
একক বেঞ্চের রায় বহাল সোমবার বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছে, উপাচার্যকে এক লক্ষ টাকা জরিমানা দিতেই হবে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর বিচারপতি কৌশিক চন্দ বিশ্বভারতীর উপাচার্যকে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। বিচারপতির এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেন উপাচার্য। সোমবার একক বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কী কারণে জরিমানা?
২০২১ সালে অধ্যাপক দেবতোষ সিনহা এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ার লিভ মঞ্জুর করেছিলেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের অনুমোদন মেনেই ছুটি মঞ্জুর করেন বলে দাবি অধ্যাপকের। তাতে অনুমোদনও ছিল বিশ্বভারতীর উপাচার্যের। কিন্তু আচমকাই এক বছর পর দেবতোষ সিনহাকে চিঠি করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রীতিমতো কৈফিয়ত চান, কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুর করেছিলেন। তার বিরুদ্ধে চার্জ গঠনও করা হয়। এর পর জল গড়ায় কলকাতা হাইকোর্টে।
মামলাকারীর আবেদনের সব দিক খতিয়ে দেখে বিচারপতি চন্দ আগেই নির্দেশ দিয়েছিলেন যে, উপাচার্যের জারি করা ওই চার্জ গঠনের নোটিস বাতিল করতে হবে। পাশাপাশি উপাচার্যকে এক লক্ষ টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি। সোমবার ডিভিশন বেঞ্চের নির্দেশেও উপাচার্যের জরিমানা মকুব হল না।
দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা কারণে বিতর্কের শিরোনামে রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সম্প্রতি উপাচার্য হটাও পোস্টারও দেখা গিয়েছিল বিশ্বভারতী জুড়ে। আর এর মাঝেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন উপাচার্য।
আরও পড়ুন: ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ, আপাতত দক্ষিণে নেই বৃষ্টির সম্ভাবনা