Homeখবররাজ্যরাজনীতির ছত্রছায়ায় রাজ্যের কলেজগুলিতে বহিরাগতদের অবাধ আনাগোনা, নিরাপত্তাহীনতার আতঙ্কে শিক্ষক থেকে শিক্ষার্থী

রাজনীতির ছত্রছায়ায় রাজ্যের কলেজগুলিতে বহিরাগতদের অবাধ আনাগোনা, নিরাপত্তাহীনতার আতঙ্কে শিক্ষক থেকে শিক্ষার্থী

প্রকাশিত

দক্ষিণ কলকাতা ল’ কলেজের ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের কলেজ ক্যাম্পাসে। বারবার প্রশ্ন উঠছে, আদৌ কতটা সুরক্ষিত মহিলারা কলেজে? শিক্ষক থেকে শিক্ষার্থী, সকলের মনেই তৈরি হচ্ছে নিরাপত্তাহীনতার বোধ।

কলেজগুলিতে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা বহিরাগতদের অবাধ আনাগোনা নতুন কিছু নয়। অভিযোগ, অনেকেই সাবেক ছাত্র, কারও আবার কলেজের সঙ্গে কোনও প্রশাসনিক বা একাডেমিক যোগ নেই। তবু দিনের পর দিন তাঁরা ক্যাম্পাসে প্রবেশ করছেন, রাজনৈতিক পরিচয়ের জোরে।

নিরাপত্তার অভাব, আতঙ্কে মহিলারা

নদিয়ার এক কলেজের শিক্ষিকা জানিয়েছেন, নিরাপত্তার অভাবে তিনি সন্ধ্যার পর কলেজে থাকতে ভয় পান। বড় ক্যাম্পাস হলেও নিরাপত্তার দায়িত্ব সামলান মাত্র দু’জন নিরাপত্তারক্ষী। সিসিটিভি ক্যামেরা থাকলেও তা পর্যাপ্ত নয়।

শহরের একাধিক কলেজের শিক্ষিকারাও জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন অন্য কলেজের ছাত্ররা এসে invigilation চলাকালীন মহিলাদের নিশানা করছেন। কেউ কাগজ ছুড়ে দিচ্ছেন, কেউ পরীক্ষার নিয়ম মানতে বললে বিরূপ আচরণ করছেন।

দক্ষিণ কলকাতা ল’ কলেজের পরিস্থিতি

যে কলেজে সম্প্রতি নির্যাতনের ঘটনা ঘটেছে, সেখানে মাত্র একজন স্থায়ী নিরাপত্তারক্ষী রয়েছেন। সেই নিরাপত্তারক্ষীও ঘটনার দিন অসুস্থতার কারণে কাজে অনুপস্থিত ছিলেন। কলেজের উপ-প্রধান নয়না চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিরাপত্তার অভাব রয়েছে। এখন বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীদের দিয়ে কাজ চালাতে হচ্ছে।

রাজনৈতিক প্রভাবেই সমস্যার শিকড়

শিক্ষকদের মতে, শুধুমাত্র নিরাপত্তারক্ষীর অভাবই নয়, বড় সমস্যা রাজনৈতিক হস্তক্ষেপ। স্থানীয় নেতাদের পরিচিত মুখগুলি বারবার অবাধে ক্যাম্পাসে ঢুকে পড়ছে। নিরাপত্তারক্ষীরাও বাধা দিতে ভয় পান।

নদিয়ার শিক্ষিকার কথায়, ‘‘ছাত্রদের আইডি কার্ড দেখতে বলা হলেও রাজনৈতিক পরিচিতদের জন্য কোনও বাধা নেই। তাঁরা দিব্যি ক্যাম্পাসে ঢুকে বেড়ান।’’ উত্তর কলকাতা, বিরাটি এবং কাসবা এলাকার কলেজের শিক্ষিকারা একই অভিযোগ তুলেছেন।

শিক্ষকদের প্রস্তাব: রাজনৈতিক প্রভাব দূর হোক

বহু শিক্ষকের দাবি, যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকত, তাহলে কলেজ প্রশাসন নিয়ম মানার সাহস পেত। সুরক্ষা ব্যবস্থা জোরদার করা যেত।

শিক্ষা দফতরের বক্তব্য

রাজ্য উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সরকার সাহায্য করতে প্রস্তুত। সরকার অনুমোদিত কলেজগুলি তাদের গভার্নিং বডির মাধ্যমে নিরাপত্তাকর্মী নিয়োগের প্রস্তাব দিতে পারে। প্রয়োজনে দফতরের কাছে তহবিলের আবেদন জানানো যেতে পারে।

অন্য এক আধিকারিক জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ৩৭ জন অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগের আবেদন করেছে। সেই আবেদন বিবেচনা করা হচ্ছে। সরকারি কলেজগুলির জন্য সরাসরি তহবিল বরাদ্দ করা হয় বলেও জানিয়েছেন তিনি।

বর্তমানে রাজ্যের কলেজ ক্যাম্পাসে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। শিক্ষক-শিক্ষিকারা চাইছেন, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিয়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হোক এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হোক শিক্ষাঙ্গন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।