Homeখবররাজ্যএ বার রাজ্যে মিছিল বা সভার জন্য গাইডলাইন তৈরি করল হাইকোর্ট

এ বার রাজ্যে মিছিল বা সভার জন্য গাইডলাইন তৈরি করল হাইকোর্ট

প্রকাশিত

কলকাতা: এখন থেকে থানা নয়, রাজনৈতিক দলগুলির সভা, মিছিলের অনুমতির জন্য পুলিশ সুপার বা কমিশনারেটদের কাছে আবেদন করতে হবে রাজনৈতিক দলগুলিকে। শুক্রবার মিছিল-মিটিংয়ের অনুমতির জন্য নয়া বিধি তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট।

মিছিল বা সভার অনুমতি দিয়ে রাজ্য তথা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। ভাঙড়ে সিপিএমের একটি মিছিল সংক্রান্ত মামলায় গোটা রাজ্যের জন্য নয়া বিধি তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, এ বার সভা, মিছিলের জন্য থানায় আবেদন করার প্রয়োজন নেই। এ বিষয়ে সরাসরি পুলিশ সুপারের কাছে আবেদন করা যাবে। কোন দল কখন কর্মসূচির জন্য আবেদন জানাল তা আলাদা ভাবে রেজিস্ট্রার করে রাখতে হবে পুলিশ সুপারকে। আবেদনের পরিস্থিতি (স্ট্যাটাস) অনলাইনে দেখার ব্যবস্থা করতে হবে। যে আগে আবেদন করবে, তার বিষয়টি আগে বিবেচনা করা হবে। এখানে কোনও বৈষম্য যেন না থাকে।

ভাঙড়ের ওই মিছিল সংক্রান্ত মামলায় আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতকে প্রস্তাব দেন, অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও বৈষম্য করা যাবে না। কোন দল, কখন আবেদন জমা দিল, তার লিখে রাখার জন্য আলাদা রেজিস্ট্রার রাখতে হবে। ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দিতে হবে পুলিশকে। কতজন মিছিলে যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় মিছিল করতে চায়, সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে। সেই প্রস্তাব গ্রহণ করেছে আদালত।

এক নজরে গাইডলাইন

থানায় নয়, মিছিল বা সভার অনুমতি চেয়ে আবেদন করতে হবে এসপি বা সিপি-র কাছে।

অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও বৈষম্য নয়, নিশ্চিত করতে হবে পুলিশকে।

সভা বা মিছিলের আবেদনের জন্য আলাদা করে রেজিস্ট্রার করতে হবে।

কোন দল কখন আবেদন করল, তা নথিবদ্ধ করতে হবে রেজিস্ট্রারে।

ক্রমিক সংখ্যা ধরে সেই আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ।

কর্মসূচির স্থান, জমায়েতের সংখ্যা, মিছিলের রুট সম্পর্কে জানাতে হবে পুলিশকে।

শান্তিপূর্ণ পরিবেশে যাতে কর্মসূচি হয় তা নিশ্চিত করবে পুলিশ।

আবেদনপত্রের স্ট্যাটাস যাতে অনলাইনে দেখা যায়, তার ব্যবস্থা করতে হবে।

প্রসঙ্গত, সভা-মিছিলে রাজ্য পুলিশ অনুমতি দিচ্ছে না বলে বিরোধীরা বারবার অভিযোগ তুলে থাকেন। বিজেপি থেকে শুরু করে সিপিএম এ নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছে। তবে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে ভাঙড়ে সিপিএমের সভাকে কেন্দ্র করে। সিপিএমের অভিযোগ ছিল, সেখানে মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। এরপর সিপিএমের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে অনুমতি চেয়ে মামলা দায়ের করা হয়।

সাম্প্রতিকতম

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

আরও পড়ুন

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

গরম নিয়ে আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না

শ্রয়ণ সেন আতঙ্ক! আতঙ্ক! আতঙ্ক! সমাজমাধ্যমের পাতা ওলটালেই গরম নিয়ে চূড়ান্ত আতঙ্কজনক খবর! মানুষ গরম অনুভব...

আগামী কয়েক দিন গরম আরও বাড়তে পারে, কিন্তু গরম পড়াও দরকার

শ্রয়ণ সেন যতই হাহাকার করুন না কেন, গরমকালে গরমই পড়া দরকার। এ বছর মার্চ মাস...