কলকাতা: পশ্চিমবঙ্গ এবং সিকিমের গ্যাংটকের ৫০টির বেশি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। জাল নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করার অভিযোগে সরকারি আধিকারিক-সহ ২৪ জনকে অভিযুক্তের বিরুদ্ধে চলছে তল্লাশি অভিযান।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, সিবিআই-এর একটি দল গোপন সূত্রে পাসপোর্ট জালিয়াতি চক্রের হদিশ পায়। সেই তথ্যের ভিত্তিতেই আজকের এই তল্লাশি অভিযান। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে অনেক তথ্য ও নথি উদ্ধার করা হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, এই জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছেন সরকারি আধিকারিকরাও।
সিবিআই সূত্রে খবর, কলকাতার রুবি, সল্টলেক এবং হাওড়াতেও সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু হয়েছে। দার্জিলিং এবং শিলিগুড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে গ্যাংটকে কর্মরত একজন আধিকারিক এবং একজন মধ্যস্থতাকারীকেও আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অন্যদিকে উলুবেড়িয়ায়ও চলছে সিবিআই তল্লাশি। উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রামে শেখ শাহানুরের বাড়িতে সিবিআই হানা চলছে। ভোর চারটে নাগাগ চারজনের একটি দল শাহানুরের বাড়িতে ঢোকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহানুর পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করতেন।
এফআইআর-এ ১৬ জন সরকারি আধিকারিক-সহ ২৪ জনের নাম রয়েছে। যাঁদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অনাবাসী-সহ অযোগ্য ব্যক্তিদের জাল নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করার অভিযোগ উঠেছে। একবার জাল নথির ভিত্তিতে আসল পাসপোর্ট ইস্যু হয়ে গেলে পাসপোর্টধারক অনায়াসে ভারত থেকে অন্য দেশে যেতে পারে। বহু বছর ধরে এভাবেই টাকার বিনিময়ে ভুয়ো নথির বদলে পাসপোর্ট ইস্যুর এই চক্র চলছিল বলে জানতে পেরেছে সিবিআই।
সিবিআই জানিয়েছে, জাল নথির ওপর ভিত্তি করে আসল পাসপোর্ট ইস্যু করা হত। এই চক্রে বেশ কিছু দালাল জড়িত ছিল। সঙ্গে সরকারি আধিকারিকও এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্ত আধিকারিকরা জেনে বুঝে জাল নথির বদলে আসল পাসপোর্ট ইস্যু করে দিতেন। বদলে মোটা টাকার ঘুষ নিতের তাঁরা। জানা গিয়েছে, কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটকের বহু জায়গায় আজ একযোগে তল্লাশি অভিযান চালানো হয় এই জালিয়াতি চক্রকে ধরতে।
আরও পড়ুন: মহালয়ায় গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের শুরু