Homeখবররাজ্যপাসপোর্ট কেলেঙ্কারি! বাংলা, সিকিমের অন্তত ৫০ জায়গায় সিবিআই অভিযান

পাসপোর্ট কেলেঙ্কারি! বাংলা, সিকিমের অন্তত ৫০ জায়গায় সিবিআই অভিযান

প্রকাশিত

কলকাতা: পশ্চিমবঙ্গ এবং সিকিমের গ্যাংটকের ৫০টির বেশি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। জাল নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করার অভিযোগে সরকারি আধিকারিক-সহ ২৪ জনকে অভিযুক্তের বিরুদ্ধে চলছে তল্লাশি অভিযান।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, সিবিআই-এর একটি দল গোপন সূত্রে পাসপোর্ট জালিয়াতি চক্রের হদিশ পায়। সেই তথ্যের ভিত্তিতেই আজকের এই তল্লাশি অভিযান। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে অনেক তথ্য ও নথি উদ্ধার করা হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, এই জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছেন সরকারি আধিকারিকরাও।

সিবিআই সূত্রে খবর, কলকাতার রুবি, সল্টলেক এবং হাওড়াতেও সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু হয়েছে। দার্জিলিং এবং শিলিগুড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে গ্যাংটকে কর্মরত একজন আধিকারিক এবং একজন মধ্যস্থতাকারীকেও আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে উলুবেড়িয়ায়ও চলছে সিবিআই তল্লাশি। উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রামে শেখ শাহানুরের বাড়িতে সিবিআই হানা চলছে। ভোর চারটে নাগাগ চারজনের একটি দল শাহানুরের বাড়িতে ঢোকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহানুর পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করতেন।

এফআইআর-এ ১৬ জন সরকারি আধিকারিক-সহ ২৪ জনের নাম রয়েছে। যাঁদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অনাবাসী-সহ অযোগ্য ব্যক্তিদের জাল নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করার অভিযোগ উঠেছে। একবার জাল নথির ভিত্তিতে আসল পাসপোর্ট ইস্যু হয়ে গেলে পাসপোর্টধারক অনায়াসে ভারত থেকে অন্য দেশে যেতে পারে। বহু বছর ধরে এভাবেই টাকার বিনিময়ে ভুয়ো নথির বদলে পাসপোর্ট ইস্যুর এই চক্র চলছিল বলে জানতে পেরেছে সিবিআই।

সিবিআই জানিয়েছে, জাল নথির ওপর ভিত্তি করে আসল পাসপোর্ট ইস্যু করা হত। এই চক্রে বেশ কিছু দালাল জড়িত ছিল। সঙ্গে সরকারি আধিকারিকও এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্ত আধিকারিকরা জেনে বুঝে জাল নথির বদলে আসল পাসপোর্ট ইস্যু করে দিতেন। বদলে মোটা টাকার ঘুষ নিতের তাঁরা। জানা গিয়েছে, কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটকের বহু জায়গায় আজ একযোগে তল্লাশি অভিযান চালানো হয় এই জালিয়াতি চক্রকে ধরতে।

আরও পড়ুন: মহালয়ায় গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের শুরু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।