কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। শনিবার নিজাম প্যালেসে সকাল ১১টায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এমন পরিস্থিতি ‘নবজোয়ার’ কর্মসূচি বন্ধ রেখে শুক্রবারই কলকাতায় ফিরছেন তৃণমূল নেতা।
জানা গিয়েছে, নিয়োগকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে তলব করেছে সিবিআই। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির কোনো বাধা নেই৷ এই রায়কে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ। যদিও জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওই মামলার সূত্রেই অভিষেককে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
সিবিআই নোটিস পাওয়ার পরই হাজিরা দিতে ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ দিন বাঁকুড়ার সোনামুখীতে তাঁর সভা। সোমবার, ২২ মে সেই জায়গা থেকেই আবার জনসংযোগ যাত্রা শুরু করবেন তিনি। সমাজমাধ্যমে সে কথা জানিয়ে দিয়েছেন তৃণমূলের সাংসদ।
টুইটারে অভিষেক লেখেন, ‘‘শুক্রবার যেখানে আমি শেষ করছি, সোমবার ২২ মে, সেই জায়গা থেকেই শুরু হচ্ছে আমার জনসংযোগ যাত্রা। এই ঘটলাবলিতে আমি অবিচলিত হয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আরও উদ্যমী হয়ে, একাগ্র ভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে সেবা করতে বদ্ধপরিকর।’’
বাঁকুড়াতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক নিজেই কলকাতায় ফেরার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁকে আজই নোটিস পাঠানো হয়েছে। সেই কারণে আজকের কর্মসূচি সেরে তিনি রাতেই কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
আরও পড়ুন: এমন পরিস্থিতি ‘নবজোয়ার’ কর্মসূচি বন্ধ রেখে শুক্রবারই কলকাতায় ফিরছেন তৃণমূল নেতা।